ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাঠক টানতে পারছে না চট্টগ্রামের বইমেলা

প্রকাশিত: ০৩:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

পাঠক টানতে পারছে না চট্টগ্রামের বইমেলা

জনকণ্ঠ রিপোর্ট ॥ সমন্বয়হীনতার পাশাপাশি বিক্ষিপ্তভাবে আয়োজনের কারণে বন্দরনগরী চট্টগ্রামে বইমেলাগুলো অনেকটা দর্শনার্থী ও পাঠকশূন্য। সেই সঙ্গে প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণ না থাকায় ভাষার মাস ফেব্রুয়ারিকে সামনে রেখে আয়োজিত এসব মেলা নিয়ে সাধারণ মানুষেরও তেমন আগ্রহ নেই। বর্তমানে নগরীতে বিশাল পরিসরে দুটি বইমেলা চলছে। ভাষার মাস আসলেই রাজধানী ঢাকায় বাংলা একাডেমির আয়োজনে শুরু হয় মাসব্যাপী বইমেলা। পরিকল্পিত আয়োজনের কারণে সেখানে লোক সমাগমও হয় বেশি। কিন্তু সেক্ষেত্রে পুরোপুরি বিপরীত চট্টগ্রামের বইমেলাগুলোর চিত্র। কোন নির্ধারিত সময়ের তোয়াক্কা না করে নানা সংগঠন, নানা নামে যখন ইচ্ছে তখন শুরু করছে বইমেলা। নগরীর ডিসি হিল এবং শহীদ মিনার চত্বরে চলছে দুটি বইমেলা। নগরবাসীর যেমন বইমেলা সম্পর্কে নেই কোন আগ্রহ, তেমনি মেলায় বইপ্রেমীদের উপস্থিতি নেই বললেই চলে। বইমেলা মানে লেখক ও পাঠকের সমাবেশের পাশাপাশি নতুন নতুন বইয়ের সমাহার। কিন্তু নগরীর বইমেলাগুলোতে বইয়ের চেয়ে খাবারের দোকানের সংখ্যাই বেশি। এক্ষেত্রে হাতেগোনা কয়েকটি প্রকাশনা সংস্থা অংশ নিলেও তাদেরও অভিযোগের শেষ নেই মেলার ব্যবস্থাপনা নিয়ে। বাতিঘর প্রকাশক দীপঙ্কর দাশ বলেন, ‘সিটি কর্পোরেশন করছে খুব ভাল একটা ব্যাপার। কিন্তু অন্য যেগুলো হয় তার মধ্যে পেশাদারিত্বের অভাব আছে। আমার ধারণা হচ্ছে বইমেলার জন্য বইমেলা করে না এরা, উনাদের লক্ষ্য থাকে অন্য।’ এ ধরনের আয়োজনকে সফল করতে একটি নির্দিষ্ট সময়ে সারাদেশের প্রকাশকদের এনে বইমেলা আয়োজন করা দরকার বলে মনে করেন লেখক ও প্রকাশকরা।
×