ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও চিনিকলের ১০লাখ টাকা আতœসাতের অভিযোগ

প্রকাশিত: ০০:০৬, ১৯ অক্টোবর ২০১৫

ঠাকুরগাঁও চিনিকলের ১০লাখ টাকা  আতœসাতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও॥ ঠাকুরগাঁও চিনিকলের মিল স্পিড রিডাকশন গিয়ার, শ্যাফ্ট জার্নাল বিয়ারিং এর যন্ত্রপাতি মেরামতের নাম করে প্রায় ১০ লাখ টাকা আতœসাতের অভিযোগ উঠেছে চিনিকল কর্তৃপক্ষের উপর। অভিযোগ জানা যায়, ঠাকুরগাঁও চিনিকল কারখানা বিভাগের প্রায় ১০ লাখ টাকার যন্ত্রপাতি মেরামত দেখিয়ে উদ্ধতর্ন কর্মকর্তা আতœসাত করেছেন। যন্ত্রপাতি মেরামত বিষয়ে জানা যায়, কারখানার নিজস্ব মেকানিক্স ও ফিটার খালাসিদের দ্বারা কাজ সম্পূর্ণ করা হয়। (ঠাচিক/বানি/ক্রয়/২১/২০১৩/সিটি-২৫০এ) (এ)/ ৫০৫৫ তাং ১৭/০৬/২০১৪ এ স্মারক পত্রে দেখা যায়, যন্ত্রপাতির মেরামত কাজে ওই সময় হক মেটাল ওয়ার্কশপ ঠনঠনিয়া বগুড়ার এ প্রতিষ্ঠানকে প্রায় ১০ লাখ টাকার দরপত্রের মাধ্যমে কাজ প্রদান করা হয়েছে। হক মেটাল ওয়ার্কশপের মালিক হূমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঠাকুরগাঁও চিনিকলে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কোন প্রকার কাজ করি নাই। ঠাকুরগাঁও চিনিকলে হক মেটাল ওয়ার্কশপের প্যাডে ৫০ ভাগ বিল পরিশোধ দেখানো হয়েছে এ বিষয়ে তিনি জানান, ওয়ার্কশপের কিছু কর্মকর্তার যোগসাজসে সাদা প্যাড দিয়ে এমনি ঘটনা ঘটেছে বলে তিনি জানান। যে চেকের মাধ্যমে বিল পরিশোধ করা হয়েছে তাতে তার সই/সাক্ষর নেই বলে নিশ্চিত করেন। ১৭/০৬/২০১৪ ই তারিখে হক মেটাল ওয়ার্কশপের নামে কাজ প্রদান ও বিলের ৫০% বিল পরিশোধের পুরো বিষয়টি সাজানো। ঠাকুরগাঁও চিনিকল কারখানার এক মেকানিক্স মুক্তিযোদ্ধা খগেন্দ্র জানান, মেরামত কাজে ৮০ হাজার টাকা শ্রমিকদেরকে দেওয়া হয়েছে। কিন্তু টাকা উত্তোলন করেন প্রায় ১০ লাখ টাকা। এই টাকা আতœসাতকারীদের বিচার দাবি করেন তিনি। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত হোসেনের কাছে টাকা আতœসাতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে গিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তারা।
×