ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কোভিড-১৯’র সেবা শুরু

প্রকাশিত: ০৯:৪০, ২১ এপ্রিল ২০২০

বৃহস্পতিবার থেকে  শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কোভিড-১৯’র সেবা শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করছে বৃহস্পতিবার। হাসপাতালের পরিচালক মো. খলিলুর রহমান ওই তথ্য জানিয়েছেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. খলিলুর রহমান জানান, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে ডেডিকেটেড এই হাসপাতালে স্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য এখানে ১০০শয্যা প্রস্তুত করা হয়েছে। এ হাসপাতালে চারটি ভেন্টিলেটর ছাড়াও ১০টি আইসিইউ শয্যা রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের আবাসন ব্যবস্থা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরেই করা হয়েছে। এখানেই থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাতে তাদের এ হাসপাতাল ক্যাম্পাসের বাইরে যেতে না হয়। হাসপাতালের উপ-পরিচালক তপন কান্তি সরকার জানান, এখানে করোনা ভাইরাসের সংক্রমন পজেটিভ রোগীদের ভর্তি করা হবে। তাদের ফলো-আপ চিকিৎসার জন্য নমুনা পরীক্ষা করা হবে ঢাকার আইইডিসিআর-এ। যাদের লক্ষণ প্রকাশ পায়নি, কিন্তু করোনা সংক্রমন পজেটিভ, তারা বাসায় আইসোলেশনে থেকেও টেলিকমিউনিকেশনের মাধ্যমে এ হাসপাতালে কর্মরতবিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য পরামর্শ নিতে পারবেন। এখানে শুধু কোভিড-১৯ রোগীদের সিমটোমিক চিকিৎসা দেয়া হবে। যেমন- শ্বাসকষ্ট, কাঁশি, জ্বর, ব্যথার মত রোগের চিকিৎসা দেয়া হবে। করোনা লক্ষণ নিয়ে আসা রোগীদের নমুনা সিভিল সার্জনের তত্ত্বাবধানে অন্যত্র পরীক্ষা করা হবে। এখানে নমুনা পরীক্ষা করা হচ্ছে না। তিনি আরো জানান, এখানে আউটডোর তথা জরুরী বিভাগে এখন আর সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে না। ইতোপূর্বে এ হাসাপাতালে যে সকল সাধারণ রোগী ভর্তি ছিলেন তাদের মধ্যে কিছু রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং গুরুতর অসুস্থদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে গত ১৬এপ্রিল মন্ত্রণালয় থেকে ঢাকার তিনটি হাসপাতালের সঙ্গে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকেও কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হয়।
×