ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গীতাঞ্জলির ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ০৪:৩৬, ১ এপ্রিল ২০২০

গীতাঞ্জলির ব্যতিক্রমী উদ্যোগ

অনলাইন ডেস্ক ॥ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে দেশের নিন্ম আয়ের অন্তত ৪০০ পরিবার খাবারের জন্য যেন আগামী ৭ দিন ঘর থেকে বের হতে না হয় সে লক্ষ্যে গত ৩১ মার্চ গীতাঞ্জলির সংস্কৃতি কর্মীরা উত্তরা জনপদে রবীন্দ্র সরণির বঙ্গবন্ধু মুক্তমঞ্চ স্হলে ত্রাণ বিতরন করে। উপস্থিত ছিলেন গীতাঞ্জলির প্রতিষ্ঠাতা পরিচালক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মাহবুব আমিন মিঠু, গীতাঞ্জলির অভিভাবক ও পৃষ্ঠপোষক উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা ও আইরিশ গ্রুপের নির্বাহী পরিচালক শহিদুল আলম বিদ্যুৎ। দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে উল্লেখযোগ্য এ সাংস্কৃতিক সংগঠনটি গত প্রায় দেড় যুগ ধরে উত্তরা জনপদের সাংস্কৃতিক উন্নয়নে নিবেদিত ভাবে কাজ করে চলছে। ইতোমধ্যে গীতাঞ্জলির উদ্যোগে উত্তরা রবীন্দ্র সরণির বটমূলে ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে মঞ্চ নির্মাণের কাজ চলছে যার বাস্তবায়নে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মোঃ আতিকুল ইসলাম। অতি দ্রুততম সময়ের মধ্যে মঞ্চটি সংস্কৃতি কর্মীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে । উল্লেখ্য এটি উত্তরা জনপদে প্রথম কোন সাংস্কৃতিক মুক্তমঞ্চ। গীতাঞ্জলির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুব আমিন মিঠু জানান সাংস্কৃতিক চর্চা ও বিকাশের পাশাপাশি আমরা জাতীয় দূর্যোগ কালীন সময়ে দরিদ্র জনগোষ্ঠীর কল্যানার্থে এ ধরনের কর্মসূচী অব্যাহত রাখবো। সংস্কৃতি কর্মী সহ সকল বিত্তবানদের প্রতি তিনিন আহবান জানান নিম্ম আয়ের এ মানুষগুলোর পাশে দাঁড়াতে। এ ত্রাণ বিতরণ কর্মে গীতাঞ্জলির ৪ টি সহযোগী সংগঠনের কর্মীরা নিবেদিত ভাবে কাজ করেছেন। সহযোগী সংগঠন সমূহঃ নাট্যদল-থিয়েটার অঙ্গন, সঙ্গীত দল-সুরের পাখি, নৃত্যদল- প্রাণায়াম ও আবৃত্তি সংগঠন-কন্ঠশৈলী।
×