ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবসরে ছবি এঁকে সময় কাটছে জামাল ভূঁইয়ার

প্রকাশিত: ০৮:২১, ২০ মার্চ ২০২০

অবসরে ছবি এঁকে সময় কাটছে জামাল ভূঁইয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া বা আন্তর্জাতিক ফুটবল নেই। অনুশীলনও বন্ধ। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়া এই সময়ে নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছেন। চিত্রশিল্পী জামাল রং-তুলির আঁচরে ক্যানভাসে একের পর এক বিমূর্ত চিত্র ফুটিয়ে তুলেছেন। তবে দুশ্চিন্তাও কম নয়। কেননা স্ত্রী জার্মানিতে, বাবা-মা ডেনমার্কে। কঠিন সময়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ জামালের। করোনার আক্রমনে করুণ অবস্থা বিশ্ববাসীর। এই কঠিন পরিস্থিতিতে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ অধিনায়কের। জামাল ভূঁইয়ার নিজের দুশ্চিন্তাটাও একটু বেশি। জীবনসঙ্গীনি সুদূর জার্মানিতে, বাবা-মা আর স্বজনরা আছেন ডেনমার্কে। দুই দেশেই করোনা হানা দিয়েছে। খেলা বন্ধ। থেমে গেছে অনুশীলন। জিমই ভরসা সাইফ স্পোর্টিং এর ফুটবলারদের। অবসরে জামাল ভুঁইয়া ইতোমধ্যে অবসরের পরিকল্পনা করে ফেলেছেন। ভার্চুয়াল গেমস নাকি ছবি আঁকাবেন, জামাল? বিশ্ব যোগাযোগ বন্ধ, তাই পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ কোথায় জামাল ভুইয়ার। পরিস্থিতি বুঝে লিগের বিরতি ছাড়িয়ে যেতে পারে দুই সপ্তাহ। জামালের মত শঙ্কা আর ভয় নিয়ে ক্যাম্পে আছে সতীর্থরা। বিরতিতে যাচ্ছেন না বাড়িতে। জুন পর্যন্ত জাতীয় দলের ব্যস্ততা নেই। বিশ্বকাপ বাছাইয়ের বাকী চার ম্যাচও অনিশ্চয়তায়। জেমি ফিরে গেছেন নিজ দেশে। ছন্দে থাকা বুটার্সদের সামনে আসছে ফিটনেস চ্যালেঞ্জ।
×