ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় বিদেশ ফেরত ১২৬ জনের ৮৭ জন কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ০৪:৪৭, ২০ মার্চ ২০২০

কলাপাড়ায় বিদেশ ফেরত ১২৬ জনের ৮৭ জন কোয়ারেন্টাইনে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ করোনা প্রতিরোধে পটুয়াখালীর কলাপাড়ায় বিদেশ ফেরত ১২৬ জনের মধ্যে ৮৭ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। শুক্রবার দুপুরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। বাকিদের কোয়ারেন্টাইন নিশ্চিতে স্বাস্থ্য বিভাগ ছাড়াও থানা পুলিশ প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করছেন। তবে জনপ্রতিনিধি ও রাজনিতিকদের কাছ থেকে কাঙ্খিত সহায়তা মিলছে না। কলাপাড়া উপজেলা প্রশাসন কোয়ারেন্টাইন নিশ্চিতে প্রতেকটি ইউনিয়নে একজন করে তদারকি কর্মকর্তা নিযুক্ত করেছে। পাশাপাশি পুলিশের একজন করে কর্মকর্তা ইউনিয়ন ওয়ারি আলাদা নজরদারি চালাচ্ছেন। এদিকে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরতদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখতে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের নিয়ে শুক্রবার সকালে হাসপাতালের হল রুমে সভা অনুষ্ঠিত হয। এতে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মাঠ কর্মীদের সজাগ থাকতে নির্দেশ দেন স্বাস্থ্য প্রশাসক। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করে পেঁয়াজ, আলু, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে বিক্রির হিড়িক চালায় অধিকাংশ ব্যবসায়ীরা। রাত ১০টা পর্যন্ত আতঙ্কিত মানুষ পেঁয়াজ, চিনি, তেল, হ্যান্ড সানিটাইজার, সাবান, চাল কিনেছে। কোন কোন দোকানে লাইন দিতে দেখা গেছে। চালের কেজি পাঁচ-সাত টাকা বাড়িয়ে বিক্রি করতে দেখা গেছে। পেঁয়াজ ৬০ টাকা কেজি। বাজার আলু শুন্য হয়ে গেছে। সাধারন মানুষ এক ধরনের অজানা শঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন।
×