ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোচের দায়িত্ব নিয়েই ডি ভিলিয়ার্সকে ফেরাতে মরিয়া বাউচার

প্রকাশিত: ১০:২৭, ১৬ ডিসেম্বর ২০১৯

 কোচের দায়িত্ব নিয়েই ডি ভিলিয়ার্সকে ফেরাতে মরিয়া বাউচার

স্পোর্টস রিপোর্টার ॥ কয়েকদিনের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ব্যাপক ওলটপালট হয়ে গেল। সংবাদ মাধ্যমের সঙ্গে বিবাদের সূত্রে গত সপ্তাহেই বরখাস্ত হন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রাধন নির্বাহী থাবাং মোরে। সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়ার পর এবার আরেক গ্রেট মার্ক বাউচারকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে সিএসএ। খোদ স্মিথই ক্রিকেটারদের নতুন গুরু হিসেবে সাবেক সতীর্থের নাম ঘোষণা করেন। আর নিজের প্রথম সংবাদ সম্মেলনে নতুন কোচ বাউচার সুপার এবি ডি ভিলিয়ার্সকে অবসর ভেঙ্গে মাঠে ফেরাতে চাইছেন। তুখোড় এবি ২০১৮’র মাঝামাঝি হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তাকে ছাড়া গত বিশ্বকাপে দলটির পরফর্মেন্স ছিল ভীষণ রকমের ছন্নছড়া। সপ্তাহ দুয়েকের ব্যবধানে মাঠ ও মাঠের বাইরে প্রোটিয়া ক্রিকেটে এখন অন্য রং, অন্য চেহারা। মাঠের ক্রিকেটকে চাঙ্গা করতে সবকিছু ঝেড়ে বেরিয়ে আসতে চাইছে সিএসএ। বাউচারের সহযোগী হিসেবে রাখা হয়েছে ইনোচ এনকেউইকে। কয়েকদিনের মধ্যে ব্যাটিং ও ফিল্ডিং পরামর্শকও নিয়োগ দিবে দক্ষিণ আফ্রিকা। এক্ষেত্রে নাম শোনা যাচ্ছে জ্যাক ক্যালিসেরও। টিম ডিরেক্টর গ্রায়েম স্মিথ বলেন, ‘আমি বাউচারকে বোর্ডে এনেছি। কারণ আমার মনে হচ্ছে তার তত্ত্বাবধানে আমাদের তরুণদের নিয়ে গড়া দলটি ময়দানী লড়াইয়ের জন্য আরও শক্তপোক্ত হতে পারবে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তার রয়েছে অনেক অভিজ্ঞতা। টেস্ট ক্রিকেটে ভাল করার ক্ষেত্রে তার রয়েছে দারুণ অভিজ্ঞতা। তার হাত ধরে টেস্ট ক্রিকেটে প্রোটিয়ারা ভাল করতে পারবে বলে আমি আশাবাদী। সামনের দিনগুলোতে আমি ব্যাটিং ও বোলিং পরামর্শক নিয়োগ দিব।’ ওদিকে প্রধান কোচের দায়িত্ব নিয়ে মার্ক বাউচার চমক দেখানোর অপেক্ষায় আছেন। প্রথম পদক্ষেপেই জানিয়েছেন, অবসর ভেঙ্গে ক্রিকেটে ফিরতে কথা বলবেন এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে। পাশাপাশি কলপাগ চুক্তিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ছেড়ে যাওয়া ক্রিকেটারদের ফিরিয়ে আনার আভাসও দিয়েছেন বাউচার। ২০১৮ সালের মে’তে অবসরে যান ডি ভিলিয়ার্স।
×