ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তৌফিক অপু

শীতকে বরণ করতে

প্রকাশিত: ১৩:১২, ১৫ নভেম্বর ২০১৯

শীতকে বরণ করতে

সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাপমাত্রাও নেমে যায়। গরমের তীব্রতা কমে যায়। তবে এখন সন্ধ্যার শুরুতেই কিছুটা শীতের আমেজ শুরু হয়েছে। রাত যতই বাড়ে ঠা-া আবহাওয়া ততটাই বৃদ্ধি পায়, যা আমাদের শীতকালের আগামনী বার্তা বলে ধরা দিচ্ছে। ষড়ঋতুর বাংলাদেশে প্রতিটি ঋতুতেই পরিবর্তন লক্ষ্য করা যায়। তার ধারাবাহিকতায় শীতকালেও সবার জীবনযাত্রার পরিবর্তন ঘটে। আর এ পরিবর্তনের জন্য কিছুটা আগে ভাগেই প্রস্তুতি নিতে হয়, যাতে শীতকালে বেশ সহজেই জীবনধারণ করা যায়। আমাদের সতর্ক হতে হবে শীত আসার পূর্বেই। কারন হেমন্তকাল থেকেই শীতের তোরজোড় শুরু হয়ে যায়। সকালের শিশির ভেজা বাতাস সে কথাই মনে করিয়ে দেয় শীত আসি আসি করছে। এ কারনে প্রস্তুতিও সেরে রাখতে হবে এখন থেকেই। আর এ ঋতুর পূর্বপ্রস্তুতির মধ্যে রয়েছে বেশ কিছু বিষয়। তন্মধ্যে পোশাক-পরিচ্ছদ ও শরীরের যতেœর প্রসাধনী সামগ্রী অন্যতম। সাময়িক ব্যবহারের জন্য পূর্বের শীতবস্ত্রগুলো এখনই গুছিয়ে ফেলা উত্তম। যা পরিষ্কার করে রৌদ্রে ভালভাবে শুকাতে হবে। বেশ কিছু দিন পোশাক ব্যবহার না করায় তা ভ্যাপসা গন্ধ হয় এবং রোদে দিলে তা দূর হয়ে যায়। পাশাপাশি বালিশ, তোসক, লেপ ও কম্বল রোদে শুকিয়ে ব্যবহার করলে শীতে আরাম অনুভূত হবে। শীতকাল উপলক্ষে সকল বয়সের মানুষের শীতবস্ত্র সংগ্রহ করা এখনই শ্রেয়। এ মুহূর্তে সংগ্রহ করায় পরবর্তীতে চড়ামূল্য দিয়ে ক্রয় করতে হবে না। সেই সঙ্গে পছন্দ অনুযায়ী পোশাক কেনা যাবে। শীতকালে গরম পোশাকের মধ্যে মাফলার, কান টুপি, স্কার্প, সোয়েটার, শাল, জ্যাকেট ইত্যাদি ব্যবহার বেশ জনপ্রিয়। এ ছাড়াও ফুল সিøভ শার্ট, ফুল সিøভ টি-শার্ট, ফুল সিøভ পলো-শার্ট হুডি, মেয়েদের ফুল সিøভ ও থ্রি-জোয়াটার টপস দেখা মেলে। ক্রেতাদের শীতবস্ত্র চাহিদা অনুসারে প্রদানের লক্ষ্যে বিভিন্ন বুটিকস হাউস, ফ্যাশন হাউস, পোশাকের দোকানসমূহে এখনই শোভা পাচ্ছে বাহারি ডিজাইনের শীতের পোশাক। বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের এ সকল পোশাক বেশ সহজেই সংগ্রহ করা যাবে। কিছুটা আগে থেকেই ক্রয় করার উদ্দেশ্যে অনেকে এখনই ভিড় জমাচ্ছে সেখানে। ফ্যাশন হাউসগুলোতে এখন থেকেই দেখা মিলবে শীতের পোশাক। দামও হাতের নাগালে। আবহাওয়া উপযোগী পোশাকের সমাহার এখন বেশির ফ্যাশন হাউসেই দেখা মিলবে। তবে পোশাকের আপডেটের ব্যাপারে তরুণ প্রজন্মের আগ্রহ সবচেয়ে বেশি। এ কারণে ফ্যাশন হাউসগুলোও তরুণদের কথা মাথায় রেখে তাদের পসরা সাজিয়ে রাখছে। এ সময়টায় ফুলহাতা পোশাকের সমাহার বেশি। বিশেষ করে ফুলসিøভ টি-শার্ট, হুডি টি-শার্ট, টপস ও জিন্স অন্যতম। তরুণদের কথা মাথায় রেখে ব্যবসায়ীরা কালারফুল ড্রেস বাজারে নিয়ে এসেছে। এর মধ্যে নিত্য উপহার, ইজি, ট্রেক্সমার্ট, স্মার্টেক্স, প্লাস পয়েন্ট, আরশী, ভিসা, ইয়েলো, রেক্স অন্যতম। হালকা শীতে ফুলসিøভ টি-শার্ট অনায়াসে মানিয়ে যায়। দামও হাতের নাগালে ৬৫০ টাকা থেকে ২৪৫০ টাকার মধ্যে মিলবে ফুলসিøভ টি-শার্ট এবং হুডি-শার্ট। ফুলসিøভ টপসও মিলবে এসব শোরুমগুলোতে। তবে এবারের টপস্গুলোতে কালার ভেরিয়েশন চোখে পড়ার মতো। লাল রঙ থেকে শুরু করে উজ্জল রঙগুলোই প্রাধান্য পেয়েছে টপসে। দাম পড়বে ৫৫০ টাকা থেকে ১৮৫০ টাকা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা ছাড়া এখন যেন আর কোন উপায় নেই। তাই চলার পথের পোশাকটিও যদি হয় মানানসই তাহলেই কথাই নেই। আর ফ্যাশন হাউসগুলো সেসব পোশাকের সমাহার নিয়েই বসে আছে। এখন শুধু পছন্দসই পণ্যটি কেনার অপেক্ষা। ছবি : রুদ্র ইউসুফ মডেল : রুবেল ও নিশি পোশাক : আর্ট মেকআপ : ওমেন্স ডল
×