ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স শুরু কাল

প্রকাশিত: ০৯:১৯, ২৪ অক্টোবর ২০১৯

 জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স শুরু কাল

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় সাড়ে চারশ’ বালক ও বালিকা এবং কিশোর ও কিশোরীদের অংশ্রগহণে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতা। দুই দিনব্যাপী আয়োজিত এবারের আসরের চমক হচ্ছে প্রথমবারের মতো কিশোর ও কিশোরী বিভাগে যুক্ত হচ্ছে হার্ডলসের যথাক্রমে ১১০ ও ১০০ মিটার ইভেন্ট। আন্তর্জাতিক আসরের কথা বিবেচনা করেই এখন থেকে জুনিয়র এ্যাথলেটিক্সেও এই ইভেন্টটি সংযোজন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবং ওয়ালটনের উর্ধতন কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত থাকবেন। প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলা, আট বিভাগ, শিক্ষাবোর্ড ও বিকেএসপির এ্যাথলেটরা অংশ নেবে। বালক ও বালিকা অনুর্ধ-১৭ এবং কিশোর ও কিশোরীদের অনুর্ধ-১৯ বিভাগের চারটি গ্রুপে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
×