ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষি খাতে মেয়াদ উত্তীর্ণ বকেয়া ৭ হাজার কোটি

প্রকাশিত: ০৭:৫৮, ২২ অক্টোবর ২০১৯

কৃষি খাতে মেয়াদ উত্তীর্ণ বকেয়া ৭ হাজার কোটি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকের মাধ্যমে প্রতিবছর কৃষি ঋণ বিতরণ বাড়লেও অনাদায়ী থেকে যাচ্ছে একটি বড় অংশ। শিল্প ঋণ এর মত কৃষিখাতেও বকেয়া বৃদ্ধির বিষয়টি জন্ম দিচ্ছে নতুন প্রশ্নের। তথ্যমতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট কৃষি ঋণ বিতরণের পরিমাণ ৩ হাজার ৭৭৮ কোটি টাকা। এরমধ্যে মেয়াদোত্তীর্ণ বকেয়া ৬ হাজার ৭০১ কোটি টাকা। যাকে ব্যাংকিং ভাষায় ওভার ডিউ বলা হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত যত টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে তার মধ্যে ১১ দশমিক শূন্য ৯ শতাংশ খেলাপি। গত বছরের তুলনায় খেলাপির পরিমাণ শতাংশীয় পয়েন্টে কমলেও পরিমাণগত দিক থেকে একেবারে কম নয়। গত বছরের একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) কৃষি ঋণের স্থিতির বিপরিতে মোট খেলাপি ছিল ৫ হাজার ৬৯৫ কোটি টাকা। যা মোট বিতরণের ১৪ দশমিক ৩৭ শতাংশ। গেছে ৩ হাজার ৭৭৮ কোটি টাকার ঋণের মধ্যে সরকারের নিয়ন্ত্রণাধীন ৮ ব্যাংক থেকে সরবরাহ করা হয়েছে ১ হাজার ৬৪১ কোটি টাকার কৃষি ঋণ। বিদেশী ও বেসরকারি ব্যাংকগুলো বিতরণ করেছে ১ হাজার ৯১৩ কোটি টাকা। বাকি ২২৩ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরবিডি)। আলোচ্য সময়ে সবচেয়ে বেশি কৃষি ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই তিন মাসে মোট ৯৬৪ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংকটি। এর পরেই রয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটিড। ২০১৮-১৯ অর্থবছরের প্রথম তিন মাসে মোট ৩৭৩ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে তারা। যা বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। রাষ্ট্রীয় মালিকানাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই সময়ে ২৮৪ কোটি টাকার কৃষি ঋণ বিতরণে করেছে। এদিকে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক। এই সময়ে ২২৭ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংকটি।
×