ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

প্রত্যন্ত গ্রামে ভারোত্তোলকদের অনুশীলন!

প্রকাশিত: ০৮:৫৭, ১৯ অক্টোবর ২০১৯

প্রত্যন্ত গ্রামে ভারোত্তোলকদের অনুশীলন!

স্পোর্টস রিপোর্টার ॥ বাগেরহাটের প্রত্যন্ত এক গ্রামে চলছে এসএ গেমসে অংশগ্রহণকারী ভারোত্তোলক দলের অনুশীলন। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সহায়তায় এই অনুশীলন ক্যাম্পে অংশ নিয়েছেন জাতীয় পর্যায়ে সাফল্য পাওয়া ছয় ভারোত্তোলক। এই ক্যাম্পের মাধ্যমে মানসিক শক্তি বাড়বে বলে বিশ্বাস খেলোয়াড়দের। এই গেমসে বেশ কটি পদক পাওয়ার স্বপ্ন কোচের। বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতসৈয়া গ্রাম। যেখানে ২০১২ সালে ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পল্লীমঙ্গল ক্লাব গড়ে তোলা হয়। গত সাত বছরে এই ক্লাব থেকে উঠে আসা বেশ কজন ভারোত্তোলক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেয়েছেন। ডিসেম্বরে আসছে এসএ গেমসের জন্য এই ক্লাবেই অনুশীলনের ব্যবস্থা করেছে বিওএ। ভারোত্তোলনে শারীরিক শক্তির সঙ্গে মানসিক শক্তিও সমানভাবে জরুরী। এই ধারণা থেকেই শহরের বাইরে নিবিড় পরিবেশে এমন প্রশিক্ষণের পরিকল্পনা। ক্যাম্পে থাকা ভারোত্তোলকরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন। গত এসএ গেমসে নারী বিভাগে দুটি রৌপ্য আর দুটি তাম্র পদকের পাশাপাশি মাবিয়া আক্তার সীমান্ত এনেছিলেন স্বর্ণ। তবে পুরুষ বিভাগে পদক এসেছিলো কেবল একটি। ৬২ কেজি ওজন শ্রেণীতে তাম্রপদক জিতেছিলেন মোস্তাইন বিল্লা। এবার পুরুষ দল থেকে পদকের সংখ্যা বাড়বে বলে মনে করেন কোচ। আগামী নভেম্বর পর্যন্ত পল্লীমঙ্গল ক্লাবে চলবে অনুশীলন ক্যাম্প। এরপর বাকি প্রতিযোগীদের সঙ্গে ঢাকায় আরও একমাস ক্যাম্প করার পরিকল্পনা। নেপালের কাঠমান্ডুতে এসএ গেমসের ত্রয়োদশ আসর অনুষ্ঠিত হবে ১-১০ ডিসেম্বর পর্যন্ত।
×