ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ২১ জনের কারাদন্ড

প্রকাশিত: ০৬:০৩, ১৪ অক্টোবর ২০১৯

মাদারীপুরে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ২১ জনের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অভিযোগে রবিবার রাতে পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ১৩ জেলে ও ৮ ক্রেতাকে আটক করা। এ সময় ১১ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। আটককৃত প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার বন্দরখোলা, চরজানাজাত, কাঁঠালবাড়ি ও মাদবরেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পদ্মা নদী থেকে মা ইলিশ মাছ ধরে এনে জেলেরা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল নোমান ও উপজেলা মৎস্য অফিসার এটিএম সামসুজ্জামানে নেতৃত্বে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৩ জেলে ও ৮ ক্রেতাকে আটক করা। আটককৃতরা হলেন- শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের বাদশা মাদবর নয়ন মোল্যা, সন্যাসিরচর ইউনিয়েনের সাজাহান মাল, ওমর ফারুক, রব বেপারীর, মান্নান মাল, আশিক শিকদার, নাসির, সাদ্দাম হোসেন, সেকান্দার তালুকদার, হাকিম শেখ, কাঁঠালবাড়ি ইউনিয়নের তোতা মোল্যা, সোহাগ মোড়ল, চরজানাজাত ইউনিয়নের সেকান্দার খালাশী, শরিয়তপুর জাজিরার রেজাউল, পাবনার বেড়া উপজেলার সাহিন মোল্যা ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সুরমান মোল্যা। আকটকৃত প্রত্যেককে ২০ দিনের করে কারাদন্ড দেওয়া হয়। এছাড়া শিবচরের চরজানাজাত এলাকার শুক্কুর, শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার শাহিন, মুন্সিগঞ্জের লোহজং উপজেলার কামরুল, মুন্সিগঞ্জের লোহজং উপজেলার হারুন শেখ। এ চার জেলেকে ১ মাসের করে কারাদন্ড দেওয়া হয়েছে। শিবচর উপজেলা মৎস্য অফিসার এটিএম সামসুজ্জামান বলেন, ‘অভিযানে প্রায় ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া প্রত্যেক জেলে ও ক্রেতাকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট আসাদুজ্জামান।’ শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, ‘রবিবার রাত ৯ টার দিকে শিবচর উপজেলার পদ্মা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলে ও ক্রেতাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।’
×