ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চ্যানেল নাইনে ডেইলি সোপ ‘বহে সমান্তরাল’

প্রকাশিত: ০৪:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

চ্যানেল নাইনে ডেইলি সোপ  ‘বহে সমান্তরাল’

স্টাফ রিপোর্টার ॥ পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘বহে সমান্তরাল’ গত ২ ডিসেম্বর থেকে চ্যানেল নাইনে প্রচার শুরু হয়। নাটকটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ শ্যামল ভাদুড়ী। পিআর প্রোডাকশন প্রযোজিত ধারাবাহিক নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন শ্যামল ভাদুড়ী ও তুষার খান। নাটকটি সপ্তাহে তিনদিন ধারাবাহিক নাটক হিসেবে প্রচার হচ্ছিল। কিন্তু অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পাওয়ায় চ্যানেল কর্তৃপক্ষ এটাকে ডেইলি সোপ হিসেবে প্রচারের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে ‘বহে সমান্তরাল’ নাটকটি ডেইলিসোপ হিসেবে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ৬ দিন রাত ৮-৪০ মিনিটে প্রচার হবে। মোটিফ অডিও ভিজুয়াল কমুনিকেশন নিবেদিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-রওনক হাসান, নাদিয়া আহমেদ, শিশির আহমেদ, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, নাফিসা চৌধুরী নাফা, শেলী আহসান, সমাপ্তি, লীনা আহমেদ, আফরি সেলিনা আফরি, শেখ মাহবুবুর রহমান প্রমুখ। এ প্রসঙ্গে পরিলাক শ্যামল ভাদুড়ী বলেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এত অল্প সময় দর্শকপ্রিয়তা পাওয়া এবং চ্যানেল কর্তৃপক্ষ ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর সাপোর্টের জন্য শনিবার থেকে এটা ধারাবাহিক থেকে ডেইলিসোপে রূপান্তর হচ্ছে। আমি মনে করি এখানে দায়িত্ববোধ আরও অনেকটা বেড়ে গেল। আপ্রাণ চেষ্টা করব জনপ্রিয়তার কথা মাথা রেখে গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে। আশা করছি দর্শকরা আরও ভাল কিছু দেখতে পাবেন। নাটকটি প্রসঙ্গে পরিচালক তুষার খান বলেন, সম্পূর্ণ পারিবারিক গল্প। আমাদের চারপাশের পরিবারগুলোর ভেতর যেসব দ্বন্দ্ব ফেসাদ থাকে তারই প্রতিরূপ তুলে ধরা হয়েছে। নানান জটিলতার মধ্য গিয়ে এগিয়ে যাবে পারিবারিক ধারাবাহিক নাটক ‘বহে সমান্তরাল’।
×