ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জোহানেসর্বাগ টেস্টে টসে জিতে ভারতের ব্যাটিং

প্রকাশিত: ২১:১৭, ২৪ জানুয়ারি ২০১৮

জোহানেসর্বাগ টেস্টে টসে জিতে ভারতের ব্যাটিং

অনলাইন রিপোর্টার ॥ তিন টেস্টে সিরিজের প্রথম দুই টেস্ট পরাজয়ের পর আজ জোহানসের্বাগে শুরু হতে যাচ্ছে ভারত ও দক্ষিন দক্ষণির মধ্যকার তৃতীয় টেস্ট। সিরিজ হাতছাড়া হওয়ার পর তৃতীয় টেস্ট মূলত ভারতের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। দিকে দক্ষিণ আফ্রিকার ফিলেন্ডার ও রাবাদা বলেছে তারা ভারতকে তিন ম্যাচেই হরাবে। ইতহিাসে ২৫ বছরে দক্ষণি আফ্রকিার মাটতি কখনই সরিজি জতিতে পারেনি ভারতীয়রা। দক্ষণি আফ্রকিার মাটিতে কখনও সরিজি জিততে না পারলওে জোহানসের্বাগে ভারতরে ইতিহাস তুলনামূলক ভাল। এখানে তিন ম্যাচরে ড্র’র পাশাপাশি একটি টস্টে জতিছেলি সফরকারীরা। ওদিকে হেরে যাওয়া দুটি ম্যাচইে একাধকিবার মজোজ হারয়িছেলিনে কোহালি। বাজে আচরণরে জন্য জরমিানাও গুনতে হয়েছে তাকে। এদিকে ঘরের মাঠে ধারাবাহিকতা দেখালেও বিদেশের বাউন্সি উইকেটে ফের বিপর্যস্ত টিম ইন্ডিয়া। উঠে গিয়েছে কোহালির দল নির্বাচন এবং নেতৃত্বের দক্ষতা নিয়েও প্রশ্ন। অধিনায়ক কোহালি সম্পর্কে প্রশ্ন তুলেছেন গ্রেম স্মিথের মতো প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক। এ বার কোহালির অধিনাকত্বের ভুল নিয়ে প্রশ্ন তুললেন বীরেন্দ্র সেহবাগ। ভারতের এই প্রাক্তন ওপেনারের দাবি, দলে এমন কোনও ক্রিকেটার নেই যে মাঠের মধ্যে বিরাটকে ওর ভুলগুলি দেখিয়ে দিতে পারে। ইন্ডিয়া টিভিকে তিনি বলেন, “প্রত্যেকটি দলেই চার-পাঁচ জন এমন ক্রিকেটার আছে যারা অধিনায়ককে পরামর্শ দিতে পারে। কিন্তু, বর্তমান ভারতীয় দলে আমি সেই রকম কোনও ক্রিকেটারকে দেখতে পাচ্ছি না।” দেখাল বিষয় ভারত শেষ টেস্টে ঘুরে দঁড়াতে পারে কিনা।
×