ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পী বিশ্বাসের ‘আল্লাহ মেহেরবান’

প্রকাশিত: ০৬:৫৮, ২৩ জানুয়ারি ২০১৮

শিল্পী বিশ্বাসের ‘আল্লাহ মেহেরবান’

স্টাফ রিপোর্টার ॥ দেশের লোকসঙ্গীতের অত্যন্ত সম্ভাবনাময় কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। তার গাওয়া একাধিক গান ইতোমধ্যে জনপ্রিয় হয়েছে। বিভিন্ন চ্যানেলের পাশাপাশি বিভিন্ন স্টেজ শোতে নিয়িমিত পারফর্ম করছেন। সাম্প্রতিক সময়ে শিল্পী বিশ্বাসের বেশ কয়েকটি গান ইউটিউবে মুক্তির পর আলোচনায় এসেছে। এর মধ্যে ‘আল্লাহ মেহেরবান’ গানটি বেশ প্রশংসিত হয়েছে। গানটিতে শিল্পী বিশ্বাসের সঙ্গে গেয়েছেন বেলাল খান। এমদাদ সুমনের লেখা এই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজীব হোসাইন। সম্প্রতি এই গানের ভিডিও নির্মাণ করেছেন আদিত্য রূপু। আর এতে মডেল হয়েছেন রয়েল ও অলিভিয়া। নান্দনিক এই ভিডিওটির চিত্রগ্রহণে ছিলেন রানা শেখ। মেট্রো ফিল্ম প্রযোজিত এই ভিডিওটি সিডি চয়েস মিউজিকের অফিসিয়াল ইউটিউব পেজে মুক্তি দেয়া হয়েছে। ভিডিওটি প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, গানটি নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। গানের কথার সঙ্গে মিল রেখে পরিচালক ভিডিওটি নির্মাণ করেছেন। ইউটিউবে মুক্তির পর ভিডিওটি নিয়ে বেশ সাড়া পাচ্ছি। এ জন্য আমি আমার সহ-শিল্পী বেলাল খান, ভিডিও নির্মাতা আদিত্য রূপু, দুই মডেল রয়েল ও অলিভিয়া এবং সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। সবার সমান প্রচেষ্টার মাধ্যম একটি ভাল গান তৈরি হয়েছে। দর্শকদের অসম্ভব রকম সাড়া এবং ভালবাসা নিয়ে আমি আরও ভাল ভাল গান করতে চাই। এ জন্য সবার দোয়া চাই। এদিকে ‘সোনা পাখি’খ্যাত শিল্পী বিশ্বাস সম্প্রতি প্রথমবারের মতো চলচ্চিত্রের প্লেব্যাক করলেন। পল্লীকবি জসীম উদ্দীনের লেখা ‘আসমানী’ কবিতা অবলম্বনে এম এ সাখাওয়াত হোসেন পরিচালিত ‘আসমানী’ চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি। ‘ইটিশ পিটিশ’ শিরোনামে আইটেম গানের কথা ও সুরে করেছেন জিয়াউদ্দিন আলম। মিউজিক করেছেন ওয়াহিদ শাহিন। সম্প্রতি মগবাজারে একটি স্টুডিওতে গানটির রেকর্ড হয়েছে। এছাড়াও প্রতিনিয়তই নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছেন শিল্পী বিশ্বাস। তার প্রথম এ্যালবাম ‘কাগজের নৌকা’ প্রকাশ হয় ৮ বছর আগে। এরপর ‘জান’, ‘তালা’, ’তোরে ছাড়া’ ‘উড়াল পঙ্খী’ ও ‘রঙ্গিলা কইতর’ নামে আরও কিছু সিঙ্গেল ও একক এ্যালবাম প্রকাশ হয়েছে। তার মধ্যে ‘তোরে ছাড়া’ ও রঙ্গিলা কইতর’ গানটি বেশ জনপ্রিয় হয়েছে। পাশাপাশি দেয়ালে দেয়ালে নামে তার গানের একটি মিউজিক ভিডিও দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।
×