ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গবেষক দলে সঙ্গী পেঙ্গুইন!

প্রকাশিত: ১৮:২৯, ২০ জানুয়ারি ২০১৮

গবেষক দলে সঙ্গী পেঙ্গুইন!

অনলাইন ডেস্ক ॥ জলবায়ু পরিবর্তন বিষয়ক নানা তথ্য, বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের পরিমাণসহ নানা বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বিজ্ঞানীরা এন্টার্কটিকায় বিভিন্ন ধরনের গবেষণা চালান। এন্টার্কটিকায় গবেষণা কেন্দ্রে থাকা বিজ্ঞানীরা কখনো কখনো নৌপথেও গবেষণা মিশন পরিচালনা করেন।এমনই একটি গবেষণা দল এদিন এন্টার্কটিকায় নৌপথে ঘুরে বেড়াচ্ছিলেন। অস্ট্রেলিয়ার ঐ দলটি নৌকায় করে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ করে পানি থেকে নৌকায় লাফিয়ে উঠে একটি পেঙ্গুইন। বেশ খানিকক্ষণ তাদের সাথে ঘুরে বেড়ায় পেঙ্গুইনটি।গবেষকদের নৌকার সব কিছু কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করতে থাকে পেঙ্গুইনটি। এক পর্যায়ে একজন গবেষক পেঙ্গুইনটির দিকে এগিয়ে আসলে দ্রুত পানিতে লাফ দিয়ে চলে যায় পেঙ্গুইনটি।-ইউপিআই https://youtu.be/Ub0M87fvEU4
×