ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জানুয়ারি মাসের ১৫ দিনে বিও বেড়েছে ১৯ হাজার

প্রকাশিত: ০০:৪৭, ১৭ জানুয়ারি ২০১৮

জানুয়ারি মাসের ১৫ দিনে বিও বেড়েছে ১৯ হাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে দেশের শেয়ারবাজারে মন্দা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যেও বাড়ছে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যা। জানুয়ারির ১৫ দিনে নতুন করে ১৯ হাজার বিনিয়োগকারী বিও অ্যাকাউন্ট খুলেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা দাড়িয়েছে ২৭ লাখ ৪০ হাজার ৮২৪টিতে। যা ডিসেম্বরর শেষ দিন ছিল ২৭ লাখ ২১ হাজার ৫২৬টিতে। অর্থাৎ ১৫ দিনে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ২৯৮টি। জানা যায়, ২৭ লাখ ৪০ হাজার ২৯৮টি বিও অ্যাকাউন্টের মধ্যে পুরুষ অ্যাকাউন্টের সংখ্যা রয়েছে ২০ লাখ ১ হাজার ৯৪২টি। যা ডিসেম্বর মাসের শেষ দিন ছিলো ১৯ লাখ ৮৮ হাজার ৪২৯টিতে। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ১৩ হাজার ৫১৩টি। চলতি মাসের ১৫ দিনে নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ৫ হাজার ৭১৫টি বেড়ে দাড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৫৪টিতে। ডিসেম্বরের শেষ দিন নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল ৭ লাখ ২১ হাজার ৩৩৯টি। আর শেষ ১৫ দিনে কোম্পানি অ্যাকাউন্ট ৭০টি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮২৮টিতে। ডিসেম্বরের শেষ দিন কোম্পানি অ্যাকাউন্টের সংখ্যা ছিলো ১১ হাজার ৭৫৮টিতে। এ সময়ে দেশে অবস্থানকারীরা ১৬ হাজার ৪০৬টি বিও অ্যাকাউন্ট করেছে। যার কারণে দেশি বিনিয়োগকারীদের বিও সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৭০ হাজার ৭৮৫টিতে। ডিসেম্বরের শেষ দিন এ সংখ্যা ছিল ২৫ লাখ ৫৪ হাজার ৩৭৯টিতে। আর প্রবাসী বিনিয়োগকারীরা নতুন করে ২ হাজার ৮২২টি বিও অ্যাকাউন্ট করেছে চলতি মাসের ১৫ দিনে। এ সময়ে প্রবাসীদের বিও দাড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ২১১টিতে। যা ডিসেম্বরের শেষ দিন ছিল ১ লাখ ৫৫ হাজার ৩৮৯টিতে।
×