ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হ্যান্ডসাম অভিনেতাদের তালিকায় আছেন যারা

প্রকাশিত: ২১:২১, ১৭ জানুয়ারি ২০১৮

হ্যান্ডসাম অভিনেতাদের তালিকায় আছেন যারা

অনলাইন ডেস্ক ॥ সদ্য প্রকাশিত হয়েছে বিশ্বব্যাপী সেরা হ্যান্ডসাম অভিনেতাদের তালিকা। ওয়ার্ল্ড টপ মোস্ট ডট কমের বিচারে সে তালিকায় ঠাঁই হয়েছে দু’জন ভারতীয় অভিনেতারও। বিশ্বের সেরা হ্যান্ডসাম অভিনেতাদের একনজরে দেখে নেওয়া যাক। হৃতিক রোশন: ফ্যাশন স্টেটমেন্টে হৃত্বিক রোশন সবসময়ই অন্যদের থেকে এগিয়ে। আর তাই তাঁকে বলিউডের ‘গ্রিক গড’ বলা হয়। এদিকে আবার হৃতিকের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। ওয়ার্ল্ড টপ মোস্ট ডট কমের বিচারে চলতি বছরের সবচেয়ে হ্যান্ডসাম অভিনেতা নির্বাচিত হয়েছেন হৃতিক। বিশ্বের তাবড় অভিনেতাদের পিছনে ফেলে দিয়ে এই খেতাবটি জিতে নিয়েছেন ৪৪ বছরের এই অভিনেতা। রবার্ট প্যাটিনসন: হৃতিকের এক্কেবারে গা ঘেঁষে দু’নম্বরে রয়েছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। ওয়ার্ল্ড টপ মোস্ট ডট কমের বিচারে সেরা হ্যান্ডসাম অভিনেতা হিসেবে দু’নম্বরে রয়েছেন রবার্ট। ‘কসমোপলিস’, ‘কুইন অব দ্য ডেজার্ট’, ‘রিং অব দ্য নিবেলাঙ্গস’, ‘টোয়াইলাইট’ এর মতো বিখ্যাত ছবি উপহার দেওয়ার পর, এখন রবার্ট নতুন আর কি চমক দিতে চলেছেন সেদিকেই তাকিয়ে দর্শক। গডফ্রে গাও: তিন নম্বরে রয়েছেন তাইওয়ানের অভিনেতা ও মডেল গডফ্রে গাও। ‘টয় স্টোরি থ্রি’, ‘দ্য মোরাল ইনস্ট্রুমেন্টস: সিটি অব বোনস’ এর মতো ছবিগুলিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন গডফ্রে গাও। টেলিভিশন সিরিজেও দেখা যায় তাঁকে। ‘হেভেন’, ‘লভ কুইন’, ‘বুল ফাইটিং’, ‘ভলিবল লাভার’ ইত্যাদি টেলিভিশন সিরিজে দাপটের সঙ্গে অভিনয় করেছেন গাও। ক্রিস ইভান্স: মোস্ট হ্যান্ডসাম অভিনেতাদের মধ্যে চার নম্বরে রয়েছেন হলিউড অভিনেতা ক্রিস ইভান্স। ‘অপোজিট সেক্স’ নামের টেলিভিশন সিরিজ দিয়ে শুরু হয় তাঁরঅভিনয় জীবন। ‘দ্য অ্যাভেঞ্জার্স’ ছবিতে বেস্ট ফাইট এর জন্য এমটিভি মুভি পুরস্কারও পেয়েছিলেন ক্রিস। সালমান খান: পাঁচ নম্বর স্থানটির জন্য ওয়ার্ল্ড টপ মোস্ট ডট কম বেছে নিয়েছেন আরেকজন ভারতীয় অভিনেতাকে। তিনি বলিউডের ভাইজান সালমান খান। স্টাইল স্টেটমেন্টে তিনিও যে কম যান না, তা প্রমাণ করে দিয়েছিলেন বহুদিন আগেই। এই বার মোস্ট হ্যান্ডসাম অভিনেতা হিসেবে ভারত থেকে তিনি দুই নম্বরে। আর বিশ্বব্যাপী অভিনেতাদের মধ্যে হ্যান্ডসাম হিসেবে পাঁচ নম্বরটি জায়গাটি পাকা করে নিলেন সল্লু মিঞা। ডেভিড বোরানাজ: সেরা হ্যান্ডসাম অভিনেতা হিসেবে ছয় নম্বরে রয়েছেন বিখ্যাত অভিনেতা, পরিচালক এবং প্রযোজক ডেভিড বোরানাজ। ‘ভ্যালেন্টাইন’, ‘দিজ গার্লস’, ‘মিস্টার ফিক্স ইট’, ‘সাফারিং ম্যানস চ্যারিটি’— এইসব বিখ্যাত ছবিতে তাঁকে দেখা গিয়েছে। নোয়া মিলস্: ২০১০ সালে তাঁর অভিনয় জীবনের শুরু। আর এরই মধ্যে ওয়ার্ল্ড টপ মোস্ট ডট কম সেরা হ্যান্ডসাম অভিনেতা হিসেবে সাত নম্বরে কানাডিয়ান মডেল এবং অভিনেতা নোয়া মিলসকে রেখেছে। ‘সেক্স অ্যান্ড দ্য সিটি টু’, ‘ক্যান্ডিল্যান্ড’, ‘অ্য ফিশার অব ম্যান’ এইসব ছবিগুলিতে দেখা গিয়েছে তাঁকে। হেনরি কাভিল: ২০০৩ সালে ‘আই ক্যাপচার দ্য ক্যাসেল’ ছবির জন্য তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। আর এবার চলে এলেন সেরা হ্যান্ডসাম অভিনেতার তালিকায়। ওয়ার্ল্ড টপ মোস্ট ডট কমের বিচারে আট নম্বরে রয়েছেন এই অভিনেতা। একাধিক টেলিভিশন সিরিজে দেখা গিয়েছে হেনরি কাভিলকে। এ ছাড়া ‘ইমমরটালস্’ ছবির জন্যও যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন হেনরি। টম হিডলেসটন: ‘দ্য ডিপ ব্লু সি(২০১১)’, ‘দ্য অ্যাভেঞ্জার্স (২০১২)’ ইত্যাদি ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন টম হিডলেসটন। হ্যান্ডসাম অভিনেতা হিসেবে নবম স্থানে রয়েছেন টম। আগে নানান পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এই অভিনেতা। ২০১৩ সালে এমটিভি মুভি অ্যাওয়ার্ড, ২০১৪ সালে ইভিনিং স্ট্যান্ডার্ড থিয়েটারের তরফ থেকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন হিডলেসটন। সাম হেউগ্যান: ২০০১ সালে শর্ট ফিল্ম দিয়ে অভিনয় শুরু করেন সাম। ছবিটির নাম ‘স্মল মোমেন্টস্’। তার পর আর তাঁকে পিছু ফিরে তাকাতে হয়নি। আর এখন বিশ্বসেরা হ্যান্ডসাম অভিনেতার দৌড়ে দশম স্থানে হেউগ্যান। ‘আউটলিং আইল্যান্ড’-এ তাঁর অভিনয়ের সুবাদে ২০০৩ সালে লরেন্স অলিভার পুরস্কার জিতেছিলেন এই অভিনেতা। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×