ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ্যান্ড্রু ফ্লিনটফ ইংলিশদের কোচ হতে চান

প্রকাশিত: ২০:২৬, ১৭ জানুয়ারি ২০১৮

অ্যান্ড্রু ফ্লিনটফ ইংলিশদের কোচ হতে চান

অনলাইন ডেস্ক ॥ ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা একজন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। ক্রিকেট ছেড়ে পেশাদার বক্সিংয়ে নাম লিখিয়েছিলেন তিনি। তবে তার প্রথম প্রেম যে ক্রিকেটই, সেটা বোঝা গেল আরও একবার। জাতীয় দলের কোচ হতে চান প্রাক্তন এই ব্রিটিশ অলরাউন্ডার। এ ব্যাপারে ফ্লিনটফ বলেন, ‘আমি মন থেকে বলছি, নিশ্চিতভাবেই আবেদন জানাব জাতীয় দলের কোচ হওয়ার জন্য। কোনো একদিন ইংল্যান্ডের কোচ হতে চাই আমি। বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারেই দেখছি আমি। ইসিবি যদি আমার থেকেও ভাল কারও হাতে দায়িত্ব তুলে দেয় তো অন্য কথা। না হলে রিংয়ে নিজের টুপি ছুঁড়ে দেব নিশ্চিত।’ আগামী বছর ঘরোয়া মরশুমের পরেই ইংল্যান্ড কোচের পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়ে দিয়েছেন ট্রেভর বেলিস। সুতরাং, তার পরেই ইসিবি-কে খোঁজ করতে হবে নতুন কোচের। এর আগেও একবার ইংল্যান্ডের কোচ হওয়ার আবেদন জানিয়েছিলেন ফ্লিনটফ। ২০১৪ ইসিবি তখন হেড কোচ করে পিটার মুরসকে।
×