ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরিয়ান টেস্টের চতুর্থ দিনের সকালটা ভারতের

প্রকাশিত: ২৩:৫৭, ১৬ জানুয়ারি ২০১৮

সেঞ্চুরিয়ান টেস্টের চতুর্থ দিনের সকালটা ভারতের

অনলাইন ডেস্ক ॥ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকা থেমেছিল ৯০/২এ। ক্রিজে ছিলেন এলগার ও ডি ভিলিয়ার্স। চতুর্থ দিন এই দু’জনই টানলেন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসকে। এলগার ৩৬ ও ডি ভিলিয়ার্স ৫০ রান সঙ্গে নিয়ে ব্যাট করতে নেমেছিলেন আজ মঙ্গলবার। যখন থামলেন তখন দু’জনের নামের পাশে লেখা হয়ে গিয়েছে ৬১ ও ৮০। ডি ভিলিয়ার্স আউট হলেন দলগত ১৪৪ ও এলগার আউট হলেন দলগত ১৫১ রানে। সোমবার দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের শুরুতে ধাক্কা দিয়েছিল বুমরার বল। আর মঙ্গলবার ভারতের বোলিংকে শুরু থেকে নেতৃত্ব দিলেন মোহাম্মদ শামি। প্রথমে ফেরালেন ডি ভিলিয়ার্সকে। এ বার আর ক্যাচ ফেলেননি পার্থিব পটেল। সেই শামিরই দ্বিতীয় শিকার এলগার। এই দু’জনই শক্ত ভিত তৈরি করে দিয়েছিলেন। কারণ সোমবার যে দু’জন আউট হয়েছিলেন সেই মারক্রাম ও আমলা মাত্র এক রান করেই আউট হয়ে গিয়েছিলেন। মঙ্গলবার এলগার, ডি ভিলিয়ার্সকে ফেরানোর পর কুইন্টন ডে কুকও ফেরেন শামির বলে পার্থিবকে ক্যাচ দিয়ে। সোমবার ৩৩৫ রানের লক্ষ্যে নেমে ৩০৭ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। কেপ টাউনে সফল হয়েছিলেন ভারতীয় বোলাররা। সেঞ্চুরিয়নেও সফল ছিলেন তাঁরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছিল। এ বারও বিরাট কোহালি ছাড়া ব্যর্থ ভারতের ব্যাটিং। প্রথম ইনিংসে অশ্বিন, ইশান্তরা বল হাতে সফল ছিলেন। আর দ্বিতীয় ইনিংসে সফল বুমরা, শামি। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনের শেষে দক্ষিণ আফ্রিকা ১৭৩/৫। এখনও আজকের দিনের খেলা বাঁকি ৭২ ওভার। এই সময় দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ২০১ রানে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×