ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামছে সিএইচসিপিরা

প্রকাশিত: ২২:০৩, ১২ জানুয়ারি ২০১৮

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামছে সিএইচসিপিরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চাকরি জাতীয়করণের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন। শুক্রবার সকালে নগরীর নিউমার্কেট এলাকার একটি রেষ্টুরেন্টে সিএইচসিপি রাজশাহী বিভাগের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে আগামী ১৫ জানুয়ারি সকল কমিউিনিটি ক্লিনিক বন্ধ রেখে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন রাজশাহী বিভাগের আহবায়ক আফাজ উদ্দিন লিটন বলেন, জনগণের দোড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার প্রধান মাধ্যম কমিউনিটি ক্লিনিকে প্রায় ১৪ হাজার কর্মচারী কাজ করছে। যার মধ্যে প্রায় সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধার সন্তান। তারা নিরলসভাবে কাজ করলেও চাকরি স্থায়ীকরণ হচ্ছে না। ফলে প্রায় ১৪ হাজার পরিবারের কাছে ইনক্রিমেন্ট, বিনোদন ও প্রশান্তি ভাতাসহ সরকারের দেয়া সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে পরিবার-পরিজন নিয়ে স্বচ্ছলভাবে দিন কাটানো যাচ্ছে না। প্রায় ৯০ শতাংশের বেশি সেবা গ্রহনকারী কমিউনিটি সেবা পেলেও সরকারিকরণ না হওয়ায় নিদারুণ অবহেলায় দিন কাটছে তাদের। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতর থেকে অবহিত করা হয়েছিল-দ্রুত চাকরি জাতীয়করণ করা হবে। ২০১৪ সালের ২২ এপ্রিল তৎকালীন প্রকল্প পরিচালক সিএইচসিপিদের চাকরি গোপনীয় প্রতিবেদন খোলার চিঠি দেয়। কিন্তু এ দুটি চিঠি দেয়ার পরেও চাকরি রাজস্বকরণ হয়নি। একমাত্র সিএইচসিপি চাকরি রাজস্বকরণের মাধ্যমে সফলতার চাকা ঘুরানো না হলে কমিউনিটি ক্লিনিক একদিন কালের গর্ভে হারিয়ে যাবে বলে তারা অভিমত তুলে ধরেন। চাকরি স্থায়ীকরণ না হওয়ায় এরইমধ্যে অনেকেই চাকরি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। ফলে তাদের অবস্থা একেবারেই নাজেহাল হয়ে যাচ্ছে। আবার যারা চাকরি করছে দীর্ঘদিন কোন সুরাহা না হওয়ায় পরিবার চালাতেও হিমসিম খেতে হচ্ছে। এইপদে যারা চাকরি করছেন তাদের বেশির ভাগই মাষ্টার্স পাস। তারা আর কোথাও ভাল চাকরীর সন্ধানে যেতে পারছেনা। এ অবস্থায় সিএইসিপিদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা। সংবাদ সম্মেলন থেকে তারা বিভিন্ন কর্মসূচিও ঘোষণা দেন। এগুলো হলো, চট্রগ্রাম বিভাগের কর্মসূচিকে সমর্থন করে শুক্রবার থেকেই রাজশাহী বিভাগের সকাল প্রকার রিপোর্ট বন্ধ, ১৫ জানুয়ারি কমিউনিচি ক্লিনিক বন্ধ রেখে স্ব- স্ব উপজেলা অবস্থান, ১৬ জানুয়ারী সিভিল সার্জন অফিসে অবস্থান এবং ২০ জানুয়ারির মধ্যে দাবি মেনে না নিলে ঢাকায় আমরণ অনশন কর্মসূচি দেয়া হবে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে সিএইচসিপি এসোসিয়েশন রাজশাহী বিভাগের যুগ্ম-আহবায়ক ফেরদৌস হোসেন, সোহেল রানা, শিফাত আহম্মেদ খান, মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পাবনা জেলা সভাপতি শাহাবুল ইসলাম, সম্পাদক আজম আলী, বগুড়া জেলা সভাপতি মাহাবুবুর রহমান, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান অন্তর প্রমূখ উপস্থিত ছিলেন।
×