ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে টানা চারদিন সূচকের পতন

প্রকাশিত: ২২:৫০, ৯ জানুয়ারি ২০১৮

পুঁজিবাজারে টানা চারদিন সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। এনিয়ে টানা চার দিন পতনে রয়েছে বাজার। সূচকের সঙ্গে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। টাকার পরিমাণে লেনদেনও কমেছে আগের দিন থেকে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৮ পয়েন্টে। পর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৯১ ও ২ হাজার ২৬২ পয়েন্টে। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৭৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৪, সিএসসিএক্স ৩০ এবং সিএসআই ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪৪৫, ১১ হাজার ৫৮৮ ও ১ হাজার ২৫৯ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১১০ পয়েন্টে। এদিন ডিএসইতে ৪৪৮ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৯ কোটি টাকা কম। এদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি টাকার। যা আগের দিন থেকে ২০ কোটি টাকা কম। এদিন ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির। সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।
×