ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রতীক্ষায় মাধুরী দীক্ষিত

প্রকাশিত: ১৯:৫৬, ১৮ ডিসেম্বর ২০১৭

প্রতীক্ষায় মাধুরী দীক্ষিত

অনলাইন ডেস্ক ॥ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'গুলাব গ্যাং' ছবির পর রূপালি পর্দায় অনুপস্থিত মাধুরী দীক্ষিত। ২০ বছর পর অনিল কাপুরের বিপরীতে 'ধামাল' সিরিজের তৃতীয় কিস্তি 'টোটাল ধামাল' ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি চূড়ান্ত হলো ছবিটির মুক্তির তারিখ। বলিউডের ট্রেড গুরু তরুণ আদর্শ জানান, আগামী বছরের ৭ ডিসেম্বর মুক্তি পাবে মাধুরীর নতুন এ ছবি। তাই নিজেকে বলিউডের পর্দায় দেখার জন্য টানা এক বছর অপেক্ষা করতে হবে মাধুরীকে। এখন থেকেই সেই প্রতীক্ষার শুরু। 'ধামাল' এবং 'ডাবল ধামাল'-এর পর নতুন চমক নিয়ে হাজির হচ্ছে 'টোটাল ধামাল'। তারকা পরিচালক ইন্দ্র কুমারের এ ছবিতে একইসঙ্গে অভিনয় করছেন বলিউডের বিভিন্ন প্রজন্মের শিল্পীরা। অনিল-মাধুরী ছাড়াও ছবিতে অভিনয় করছেন অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি এবং জাভেদ জাফেরি। পরিচালক ইন্দ্র কুমারের সঙ্গে ছবিটি প্রযোজনা করেছেন অশোক থাকেরিয়া। ছবিটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা ইন্দ্র কুমার বলেন, 'এ ছবিতে অনিল কাপুর এবং মাধুরীর মতো অভিনেত্রী পেয়ে আমি ধন্য। এ ছাড়া ছবিতে থাকছেন আমার প্রিয় রিতেশ, আরশাদ এবং জাভেদ। তারা সবাই আমার স্বপ্নের অভিনেতা। এ ছবির সঙ্গে সবাই যুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ।'
×