ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হৃতিক ফিরছেন সুপারহিরো হয়ে

প্রকাশিত: ১৯:০১, ১৬ ডিসেম্বর ২০১৭

হৃতিক ফিরছেন সুপারহিরো হয়ে

অনলাইন ডেস্ক ॥ হলিউডে রয়েছে অসংখ্য সুপারহিরো। যাঁদের দিয়ে ছবি তৈরি করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে নিচ্ছে তারা। অন্যদিকে, বলিউডে সুপারহিরোর সংখ্যা হাতে গোনা কয়েকজন। তাঁর ওপর বক্স-অফিসে সবার সাফল্য আশানুরূপ নয়। স্রোতের বিপরীতে যা একটু সাফল্য পেয়েছে হৃতিক রোশন অভিনীত ‘কৃষ’ সিরিজের ছবিগুলো। আর সেই সাফল্যকে পুঁজি করে আবারও সুপারহিরোভিত্তিক ছবি নিয়ে ফিরছেন হৃতিক রোশন। ডিএনএ ইন্ডিয়ার বরাত দিয়ে জুমটিভির খবরে প্রকাশ, বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের ভাই রোহিত ধাওয়ানের পরিচালনায় এবং সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ছবিটি। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন হৃতিক। বর্তমানে ছবিটির পাণ্ডুলিপি তৈরির কাজ চলছে। এরই মধ্যে ছবিটি সম্পর্কে হৃতিককে জানিয়েছেন রোহিত। হৃতিকও ছবিটির ব্যাপারে সবুজসংকেত দিয়েছেন রোহিতকে। ছবিটির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, রোহিত ও হৃতিকের নিজেদের মধ্যে ভালো জানাশোনা রয়েছে এবং তাঁরা ছবিটি নিয়ে নিজেদের মধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছেন। ছবিটির গল্প হৃতিকের খুব পছন্দ হয়েছে এবং রোহিতকে পাণ্ডুলিপি তৈরি করতে বলেছেন তিনি। যখন ছবিটির পাণ্ডুলিপি চূড়ান্ত হবে, তখনই তিনি ছবিটির চুক্তিতে দস্তখত করবেন। তবে মৌখিকভাবে হৃতিকের সম্মতি রয়েছে। ছবিটি নির্মিত হতে যাচ্ছে কম্পিউটার জেনারেটেড ইমেজারি (সিজিআই) ও ভিজুয়াল এফেক্টস (ভিএফএক্স) প্রযুক্তিতে। সূত্রটি আরো জানায়, রোহিত চান ছবিটি এ সময়ের সেরা সুপারহিরোভিত্তিক চলচ্চিত্র হোক। এখন পর্যন্ত যত ধরনের উন্নত সিজিআই ও ভিএফএক্স প্রযুক্তি রয়েছে, তার সবই নিজের ছবিতে ব্যবহার করতে চান তিনি। সেটার সেরা ব্যবহার করতে চান। হলিউডের মান ধরে রেখে ছবিটি নির্মাণ করতে চান তিনি। বর্তমানে ভারতীয় গণিতবিদ আনন্দ কুমারের জীবনীনির্ভর ছবি সুপার ৩০ নিয়ে ব্যস্ত রয়েছেন হৃতিক। এরপর ২০১৮ সালের এপ্রিলের দিকে টাইগার শ্রফের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ছবিতে অভিনয় করবেন তিনি, যা শেষ হবে ২০১৮ সালের অক্টোবরে। যেহেতু ২০১৯ সালের শুরুর দিকে ছবিটি পর্দায় আনতে চান রোহিত, তাই সিদ্ধার্থ আনন্দের ছবির পাশাপাশি সুপারহিরোভিত্তিক ছবিটিতে অভিনয় করতে হবে হৃতিককে।
×