ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রামে গিয়ে উন্নয়নের কথা বলতে হবে ॥ কেশবপুরে সেতু মন্ত্রী

প্রকাশিত: ২১:৪৩, ১২ ডিসেম্বর ২০১৭

গ্রামে গিয়ে উন্নয়নের কথা বলতে হবে ॥ কেশবপুরে সেতু মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেছেন, ব্যানারের সৌন্দর্য্য দেখে কাউকে মনোনয়ন দেওয়া হবেনা। বিভিন্ন জরিপের পর মনোনয়ন দেয়া হবে কাজ ও জনসমর্থন দেখে। আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের গ্রামে গিয়ে সরকারের উন্নয়নের কথা বলতে হবে। আজ মঙ্গলবার সকালে তিনি যশোর থেকে সাতক্ষীরা যাবার পথে কেশবপুরে শহরের ত্রিমোহিনী মোড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহনের সময় তিনি আরও বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর দখলকারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আওয়ামী লীগে জায়গা হবে না। সেতু মন্ত্রী এই সড়ক দিয়ে যাবার কথা শুনে খুব ভোর থেকেই কেশবপুরের আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগসহ সকল সংগঠনের নেতাকর্মীরা যশোর-সাতক্ষীরা সড়কের দুই পাশে জড়ো হয়ে সারিবদ্ধভাবে অপেক্ষায় থাকেন। মন্ত্রী সাড়ে ১১টার দিকে কেশবপুরে পৌছান। তিনি নিজ গাড়িতে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করে সাতক্ষীরায় চলে যান।
×