ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভোলার মেঘনায় মাছ ধরা ট্রলারে ডাকাতি, ২ জেলে অপহরন

প্রকাশিত: ০১:১২, ৫ ডিসেম্বর ২০১৭

ভোলার মেঘনায় মাছ ধরা ট্রলারে ডাকাতি, ২ জেলে অপহরন

নিজস্ব সংবাদদাতা,ভোলা ॥ ভোলার মেঘনায় ২টি মাছ ধরা ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে ডাকাতি করেছে। এসময় তারা স্বপন ও রহিম নামে ২ জেলেকে অপহরন করে এক লাখ টাকা মুক্তিপন দাবী করেছে। পুলিশ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে অপহৃতজেলেদের উদ্ধারে অভিযানে নামলেও এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ অপহৃত জেলেদের উদ্ধার করতে পারেনি। জলদস্যুদের কবল থেকে ফিরে আসা জেলে মন্নান,খোকন,মহাসিন ও ইউসুব জানান, তারা স্বপন মাঝি ও রহিম মাঝিসহ ২টি ট্রলার নিয়ে মোট ৬ জেলে সোমবার রাত ১২ টার দিকে ভোলা সদর উপজেলা কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার মেঘনা নদীতে মাছ ধরছিলো। এসময় হঠাৎ করে একদল জলসদ্যু দেশীয় অস্ত্র নিয়ে হাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এসময় তাদের ট্রলারে থাকা প্রায় ১০/১২ হাজার টাকার মাছ লুট করে। ডাকাতি শেষে তারা ২ ট্রলারে ২জন করে জেলে স্বপন ও রহিমকে অপহরন করে নিয়ে যায় এবং তাদেরকে মুক্ত করতে হলে এক লাখ টাকা দাবী করে। পরে ওই জেলেরা সকালে ভোলা ইলিশা মাছ ঘাটে ফিরে আসলে ডাকাতি ঘটনাটি জানাজানি হয়। এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান,পুলিশ খবর পেয়ে ওসি তদন্ত মনির হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ মেঘনায় অভিযানে নেমেছে। তারা অপহৃত জেলেদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
×