ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে দু’যুগ পর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:১১, ২৩ নভেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে দু’যুগ পর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ২৪ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগ উদ্যোগে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলন উপলক্ষে বিশাল সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী। বিকেল চারটায় জেলা যুবলীগের আহবায়ক একেএম সালাহ উদ্দিন টিপু সভাপতিত্বে প্রথম অধিবেশনে এতে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় যুবলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট কন্ঠ শিল্পী মমতাজ বেগম, লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আ’লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র পৌর মেয়র মো. আবু তাহের, এসেনসিয়াল ড্রাগ এর ব্যবস্থাপনা পরিচালক ও আ’লীগ নেতা প্রফেসর ডা. এহসানুল কবির জগলুল, কেন্দ্রিয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান আতা, কেন্দ্রিয় যুবলীগ নেতা আজহার উদ্দিন, রবিউল আলম, শহীদ সেরনিয়াবাত, জাকির হোসেন, আনোয়ার ইসলাম, সুব্রত পাল, মঞ্জুরআলম শাহীন, মিজানুল ইসলাম, হাসিবুর রহমান বাচ্চু, হাবিবুর রহমান পবন, সোহাইব হোসেন ফারুক, স্থানীয় যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া, মেজবাহ উদ্দিন হেলাল, শেখ জামাল রিপন সহ ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের আ’লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। ১৯৯৩ ইং সালের পর এবারই জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। এতে সভাপতি পদে বর্তমান আহবায়ক একেএম সালাউদ্দিন টিপু একক প্রার্থী হিসেবে মাঠে থাকায় তিনিই সভাপতি নির্বাচিত হচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে সাধারণ সম্পাদক পদে চারজন পদ প্রার্থী রয়েছেন, এদের মধ্যে রয়েছেন, মেজবাহ উদ্দিন হেলাল, শেখ জামাল রিপন, বায়েজিদ ভূঁইয়া এবং নোমান। এ ক্ষেত্রে অধিকাংশ সদস্য ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি জানিয়েছেন। সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সকল নেতা কর্মী সমর্থকদের মধ্যে সকল ভেদাবেদ ভুল গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার আহবান জানান। সম্মেলনকে ঘিরে জেলার ৫টি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।
×