ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মণের স্বপ্নের একাদশে সাকিব

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ নভেম্বর ২০১৭

লক্ষ্মণের স্বপ্নের একাদশে সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ‘দ্য ওয়াল’ খ্যাত ভিভিএস লক্ষ্মণের স্বপ্নের টেস্ট একাদশে (বর্তমান সময়ের সেরা) জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নিজে ভারতীয় হলেও সাবেক এই গ্রেট ব্যাটসম্যানের স্কোয়াডে উত্তরসূরির সংখ্যা মাত্র দুইজন। অধিনায়ক বিরাট কোহলি এবং স্পিন বোলিং-অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। মূলত ভারতের মাটিতে খেলা- এই বিবেচনায় সেরা একাদশ বেছে নিয়েছেন তিনি। যেখানে ব্যাটিং লাইনআপে কোহলির সঙ্গী হবেন স্টিভেন স্মিথ, জো রুট, হাশিম আমলা, কেন উইলিয়ামসন, দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্স। অলরাউন্ডার হিসেবে নিয়েছেন বাংলাদেশের সাকিবকে। ফলে জায়গা হয়নি ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। যেহেতু কন্ডিশনটা ভারতীয় তাই পেস আক্রমণের জন্য মাত্র দু’জন ফাস্ট বোলারকে রেখেছেন লক্ষ্মণ। দু’জনই আবার অস্ট্রেলিয়ার। জস হাজেলউড ও মিচেল স্টার্ক। স্পিন আক্রমণের জন্য নিয়েছেন সাকিব, অশ্বিন এবং পার্টটাইমার কেন উইলিয়ামসনকে। উইকেট কিপার হিসেবে রেখেছেন প্রোটিয়া তারকা ডি ভিলিয়ার্সকে। ইন্ডিয়ার প্রিমিয়ার লীগে (আইপিএল) অধিনায়ক হিসেবে সানরাইজার্স হায়দরাবাদকে সাফল্য এনে দেয়া অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও আছেন এই দলে। স্বপ্নের একাদশে পরামর্শক লক্ষ্মণ নিজেই। সাকিব আছেন তবে তার একাদশে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের কোন ক্রিকেটারের জায়গা হয়নি। লক্ষ্মণের স্বপ্নের টেস্ট একাদশ : ডেবিড ওয়ার্নার, হাশিম আমলা, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক) জো রুট, স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স (উইকেটকিপার) সাকিব-আল-হাসান, রবিচন্দ্রন অশ্বিন, মিচেল স্টার্ক ও জস হাজেলউড। কোহলিদের বিশ্রামের পক্ষে কপিল স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলির বিশ্রাম চাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। এবার ক্রিকেটারদের হয়ে ব্যাট ধরলেন স্বয়ং কপিল দেব। তিনি বলেন, ‘ওরা যদি টানা খেলতে না চায় তাহলে ব্রেক নিতেই পারে। ওরা পেশাদার। আপনি যদি একজন পেশাদার সাংবাদিক হন এবং আপনি যদি লিখতে না পারেন তাহলে অন্য কেউ লিখে দেবে।
×