ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক মাসের মধ্যে পেঁয়াজের দাম কমছে না

প্রকাশিত: ২৩:০৭, ২২ নভেম্বর ২০১৭

এক মাসের মধ্যে পেঁয়াজের দাম কমছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী এক মাসের মধ্যে দেশের বাজারে পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছেন, ঢাকার শ্যামবাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক শহিদুল ইসলাম। তিনি জানান, দেশি পেঁয়াজের উৎপাদন কম হওয়ার পাশাপাশি, ভারতীয় ব্যবসায়ীরা শুল্ক বাড়ানোর ঘোষণা দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ের ওপরও জোর দেন তিনি। বেশ কয়েকমাস ধরে অস্থিরতা বিরাজ করছে দেশের পেঁয়াজের বাজারে। গত বছরের তুলনায় এ বছর কেজি প্রতি দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। সোমবার থেকে আবারো অস্থির হতে থাকে মসলাজাতীয় এ পণ্য। দেশের সবচেয়ে বড় পাইকারী বাজার শ্যামবাজারে পণ্যটির দাম প্রতি কেজিতে বাড়ে চার থেকে পাঁচ টাকা। আর একদিনের ব্যবধানে কারওয়ান বাজারে এটি কেজিতে বেড়েছে প্রায় দুই টাকা। বর্তমানে শ্যামবাজারে প্রতিকেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকায় আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আর কারওয়ানবাজারের খুচরাবাজারে প্রতিকেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা পর্যন্ত। এদিকে, আবারো নতুন করে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ভারত সরকার। প্রস্তাবনায় বলা হয়েছে, রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের দাম ৭শ থেকে ৮শ ডলার রাখতে হবে। দেশটির রপ্তানিকারকরা জানান, রপ্তানির জন্য প্রক্রিয়াজাত পেঁয়াজের কেজি প্রতি সর্বোচ্চ দাম রাখা হচ্ছে ৪৯ রুপি বা ৬১ টাকা। এমন পরিস্থিতিতে আগামী একমাসের মধ্যে পেঁয়াজের দাম কমার কোন সুখবর দিতে পারেননি ব্যবসায়ীরা। তাদের দাবি, দেশীয় উৎপাদন ও বিদেশের আমদানি বাড়ানো না গেলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। অন্যদিকে, ভারতের অভ্যন্তরীণ বাজারে রাজ্যভেদে খুচরা দাম রাখা হচ্ছে ৫৫ থেকে ৬৫ রুপি। তবে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৯ রুপিতে।
×