ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

সাইফকে রুখে আরামবাগের চমক

প্রকাশিত: ০৫:২০, ২১ নভেম্বর ২০১৭

সাইফকে রুখে আরামবাগের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ এবারের দলবদলে বেশ ভাল মানের ফুটবলার দলে ভিড়িয়েছিল পঞ্চাশ দশকে জন্ম হওয়া আরামবাগ ক্রীড়া সংঘ। সবচেয়ে বড় দানটা মেরেছিল দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হককে চুক্তিবদ্ধ করে। দায়িত্ব নেবার পরই মারুফুল জানিয়েছিলেন এবারও তারুণ্যেই ভরসা করবে ক্লাবটি। কিন্তু কোথায় কি, লীগ শুরুর পর দেখা গেল ঘটছে ভিন্ন কিছু। একের পর এক হার ও ড্রতে দলের অবস্থা হয়ে পড়ে সঙ্গীন। পয়েন্ট টেবিলে ১২ দলের মধ্যে দলটির অবস্থান গিয়ে দাঁড়ায় নয় নম্বরে। রেলিগেশনের খপ্পড়ে পড়ার মতো অবস্থা। এখন সেই অবস্থা থেকে কোনমতে উদ্ধার পেলেই বাঁচে দলটি। সোমবার তারা বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলায় নিজেদের চেয়ে শক্তিশালী দল সাইফ স্পোর্টিং ক্লাবথকে রুখে দিয়ে (০-০) মূল্যবান একটি পয়েন্ট কুড়িয়ে নিয়েছে। তাদের কাছে এই ড্র যেন জয়ের সমান। অথচ প্রথম লেগে আরামবাগের বিরুদ্ধে ১-০ গোলের জয় ছিল নবাগত সাইফের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই সমানতালে খেলে। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা হয়ে ওঠে দারুণ উপভোগ্য। দুই দলই গোল করার একাধিক সুযোগ পায়। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না হওয়াতে গোল পায়নি। না, পেরেছিল। কিন্তু ‘অফসাইড’-এর ফাঁদে পড়ে উভয় দলেরই গোল বাতিল হয়ে যায়। মুক্তিযোদ্ধা-রহমতগঞ্জ ম্যাচ ২-২ গোলে ড্র স্পোর্টস রিপোর্টার ॥ এ ড্র যেন জয়ের সমতুল্য। এমনই ড্র করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বাংলাদেশ প্রিমিয়ার লীগে সোমবার তারা ২-২ গোলে ড্র করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই গোল খেয়ে পিছিয়ে পড়েও দুই গোল শোধ দিয়ে দারুণ কৃতিত্বের স্বাক্ষর রাখে মুক্তিযোদ্ধা। ১টি করে গোল করেন রহমতগঞ্জের ওলাদিপো ও দাউদা সিসে আর অপরদিকে মুক্তিযোদ্ধার মাগালান আয়ালা ও নাজমুল ইসলাম রাসেল। প্রথম লেগে রহমতগঞ্জকে ৩-২ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধা। সোমবার মুক্তিকে হারিয়ে বদলাটা অল্পের জন্য নিতে পারল না রহমতগঞ্জ। নিজেদের ত্রয়োদশ ম্যাচে এটা জায়ান্ট কিলার রহমতগঞ্জের ষষ্ঠ ড্র। পয়েন্ট ১২। পয়েন্ট টেবিলে অবস্থান আগের মতোই, অষ্টম। পক্ষান্তরে সমান ম্যাচে এটা মুক্তির দ্বিতীয় ড্র। পয়েন্ট ৮। অবস্থান আগের মতোই, ১২ দলের মধ্যে একাদশ। ফলে রেলিগেশনে পড়ার শঙ্কা রয়েই গেল দুইবারের শিরোপাধারীদের। আজ লীগের বিরতি। বুধবার থেকে শুরু হবে চতুর্দশ রাউন্ডের খেলা।
×