ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে সাঁকোয়াটেক্সের যাত্রা শুরু

প্রকাশিত: ০৫:৩৪, ২০ নভেম্বর ২০১৭

রাজশাহীতে সাঁকোয়াটেক্সের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে বিসিক শিল্প এলাকায় অবশেষে যাত্রা শুরু করল বৃহৎ সোয়েটার (গামের্ন্টস) কারখানা ‘সাঁকোয়াটেক্স’। ইতোমধ্যে ভারি মেশিন স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সাঁকোয়াটেক্স নামের এ কারখানার উদ্বোধন করেন এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এনামুল হক বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত সাঁকোয়াটেক্স উদ্বোধনের মধ্য দিয়ে রাজশাহীতে ভারি কারখানা স্থাপন শুরু হলো। এ কারখানা ঘিরে উত্তরাঞ্চলের ব্যবসার দ্বার উন্মুক্ত হবে। প্রাথমিক পর্যায়েই এ কারখানায় রাজশাহীর অন্তত ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে চামড়া শিল্প গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এতে রাজশাহী অর্থনৈতিকভাবে আরও একধাপ এগিয়ে যাবে।
×