ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম ধাপে পাওয়া যাবে ২৬ কোটি ডলার

পিপিপিতে অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ঋণ চুক্তি

প্রকাশিত: ০৫:৩১, ২০ নভেম্বর ২০১৭

পিপিপিতে অবকাঠামো উন্নয়নে এডিবির সঙ্গে ঋণ চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় অবকাঠামো উন্নয়নে সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর অংশ হিসেবে প্রথম কিস্তিতে ২৬ কোটি মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৮০ কোটি টাকার (প্রতি ডলার ৮০ টাকা হিসাব করে)। ‘থার্ড পাবলিক প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি-ট্রান্স-১’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। রবিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। এ ছাড়া বাস্তবায়নকারী সংস্থার সঙ্গে একটি প্রকল্প চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এতে এডিবির কান্ট্রি ডিরেক্টর এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) এর নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, মূলত জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো উন্নয়ন এ প্রকল্পের মূল উদ্দেশ্য। এ প্রকল্পের বাস্তবায়নের মেয়াদ ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রথম কিস্তির মোট ঋণের মধ্যে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস (ওসিআর) এবং ১০ মিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তের অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস হতে পাওয়া যাবে। ওসিআর ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে পরিশোধযোগ্য এবং সুদের হার লন্ডন ইন্টার-ব্যাংক অফারেড রেট (লাইবোর) ভিত্তিক। তাছাড়া এ ঋণের জন্য শূন্য দশমিক ১০ শতাংশ হারে ম্যাচুরিটি প্রিমিয়াম এবং অব্যয়িত অর্থের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দিতে হবে। ওসিআর এবং কনসেশনাল ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে এবং সুদের হার ২ শতাংশ। উল্লেখ্য, প্রকল্পটি কয়েকটি পর্যায়ে একাধিক ধাপে বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে কাজী শফিকুল আযম বলেন, সরকার বর্তমানে বেসরকারী বিনিয়োগ এবং অংশীদারিত্বকে গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে পিপিপিতে আগ্রহী সরকার। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে অবকাঠামো খাতে বেসরকারী বিনিয়োগ বাড়বে। তিনি জানান, চলতি অর্থবছর ৭ বিলিয়ন ডলার অর্থ ছাড়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে চীনের সঙ্গে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের চুক্তি হবে। এ ছাড়া চলতি অর্থবছরে কর্ণফুলী নদীতে টানেল এবং রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র প্রকল্পে ১০০ কোটি ডলার ছাড় হবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশে নতুন দায়িত্ব পাওয়ার পর এটাই আমার প্রথম চুক্তি সই। বাংলাদেশের উন্নয়নে এডিবির দীর্ঘদিনের ভূমিকা সম্পর্কে আমি ওয়াকিবহাল। দুই পক্ষের মধ্যে উন্নয়ন সম্পর্কে আরও বেগবান করার জন্য আমি কাজ করব। আর এ বিষয়ে আমি ভীষণ আশাবাদী। সূত্র জানায়, ১৯৭৩ সালে বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্য হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে ঋণ ও অনুদান সহায়তা প্রদান করে আসছে। এ পর্যন্ত বাংলাদেশকে এডিবির ঋণ সহায়তার পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার। এডিবি বাংলাদেশে প্রধানত বিদ্যুত, জ¦ালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, পানিসম্পদ, সুশাসন, স্বাস্থ্য ও আর্থিক খাতে ঋণ সহায়তা প্রদান করে থাকে।
×