ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পিপিপিতে অবকাঠামো উন্নয়নে এডিবি দিচ্ছে ২৬ কোটি ডলার

প্রকাশিত: ০১:০৩, ১৯ নভেম্বর ২০১৭

পিপিপিতে অবকাঠামো উন্নয়নে এডিবি দিচ্ছে ২৬ কোটি ডলার

স্টাফ রিপোর্টার ॥ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় অবকাঠামো উন্নয়নে সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর অংশ হিসেবে ২৬ কোটি মার্কিন ডলার বা ২ হাজার ৮০ কোটি টাকার (প্রতি ডলার ৮০ টাকা ধরে) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।‘থার্ড পাবলিক প্রাইভেট ইনফ্রাসট্রাকচার ফ্যাসিলিটি-ট্রান্স-১’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। রবিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আযম এবং এডিবি বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। এছাড়া একটি প্রকল্প চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এতে এডিবির কান্ট্রি ডিরেক্টর এবং ইনফ্রাসসট্রাকচার কোম্পানি লিমিটেডের (ইডকল) এর নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের জন্য মোট ঋণের মধ্যে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার অরডিনারি ক্যাপিটাল রিসোর্সেস (ওসিআর) এবং ১০ মিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তের অরডিনারি ক্যাপিটাল রি-সোর্সেস হতে পাওয়া যাবে। ওসিআর ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে পরিশোধযোগ্য এবং সুদের হার লন্ডন ইন্টার-ব্যাংক অফারেড রেট (লাইবোর) ভিত্তিক। তাছাড়া, এ ঋণের জন্য শূন্য দশমিক ১০ শতাংশ হারে ম্যাচুরিটি প্রিমিয়াম এবং অব্যয়িত অর্থের উপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দিতে হবে। ওসিআর কনন্সেশনাল ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে এবং সুদের হার ২ শতাংশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ইডকল থার্ড পাবলিস-প্রাইভেট ইনফ্রাসট্রাকচার ডেভলপমেন্ট ফ্যাসিলিটি-ট্রান্স-১ শীর্ষক এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য জ¦ালানি খাতে এই ঋণ বিনিয়োগ করা হবে। এ প্রকল্পের বাস্তবায়নের মেয়াদ ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। কাজী শফিকুল আযম বলেন,সরকার বর্তমানে বেসরকারি বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগে বাড়বে। তিনি জানান, চলতি অর্থবছর ৭ বিলিয়ন ডলার অর্থছাড়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে চীনের সঙ্গে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের চুক্তি হবে। এছাড়া চলতি অর্থবছরে কর্ণফুলী নদীতে টানেল এবং রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ১০০ কোটি ডলার ছাড় হবে। এডিবির কান্ট্রি ডিরেক্টও মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশে নতুন দায়িত্ব পাওয়ার পর এটাই আমার প্রথম চুক্তি সই। বাংলাদেশের উন্নয়নে এডিবির দীর্ঘদিনের ভূমিকা সম্পর্কে আমি ওয়াকিবহাল। দুই পক্ষের মধ্যে উন্নয়ন সম্পর্কে আরও বেগবান করার জন্য আমি কাজ করবো। আর এ ব্যাপারে আমি ভীষণ আশাবাদী।
×