ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুলিয়ারচরে মা-শিশু হত্যায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত: ০২:৩৩, ১৬ নভেম্বর ২০১৭

কুলিয়ারচরে মা-শিশু হত্যায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার কুলিয়ারচরে মা ও তাঁর ছয় বছরের শিশু হত্যা মামলায় দ্ইুজনের যাবজ্জীবন কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে আসামীদের উপস্থিতিতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে-নরসিংদীর বেলাব উপজেলার আমলাব সাহাপাড়া গ্রামের জাহাজ আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (৩৭) ও একই এলাকার মৃত মমরোজ ওরফে মন্টু ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫)। আদালত ও মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২ আগস্ট কুলিয়ারচর উপজেলার ফরিদপুরের ব্রহ্মপুত্র নদ থেকে পুলিশ নরসিংদীর শিবপুর উপজেলার কামরাব বেতাগিয়া গ্রামের মৃত হায়েস আলীর মেয়ে দিপালী বেগম (২৮) ও তাঁর শিশুপুত্র বশিরের (৬) মৃতদেহ উদ্ধার করে। প্রথমে অজ্ঞাত হিসেবে দু’জনের মৃতদেহ উদ্ধার করার পর ওইদিনই কুলিয়ারচর থানার এসআই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে তদন্তে বের হয়ে আসে দিপালী বেগমের কাছ থেকে সুদে টাকা নিয়েছিল আসামীরা। পাওনা টাকা পরিশোধকে কেন্দ্র্র করে বিরোধের জেরে ধারালো অস্ত্র ও শ্বাসরোধ করে হত্যার পর মা ও ছেলের মৃতদেহ নদীতে ভাসিয়ে দেয়া হয়। ২০০৯ সালের ২৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কুলিয়ারচর থানার এসআই সিরাজুল ইসলাম আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে সাক্ষী-জেরা শেষে উভয়পক্ষের শুনানী শেষে বৃহস্পতিবার আদালত উপরোক্ত রায় প্রদান করেন।
×