ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পণ্যের অসঙ্গতি দূর করতে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৪:২০, ১৪ নভেম্বর ২০১৭

পণ্যের অসঙ্গতি দূর করতে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানি-রফতানির ক্ষেত্রে লেনদেনকৃত পণ্যের একক ও পরিমাণ রিপোটিংয়ে অসঙ্গতি দূর করতে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ ‘বাংলাদেশ কাস্টমস টেরিফ: ফার্স্ট সিডিউল’ এর ভিত্তিতে লেনদেনকৃত পণ্যের এইচএস কোডের বিপরীতে উল্লেখিত ‘স্ট্যাটিস্টিক্যাল ইউনিট’ অনুসরণ করে পরিমাপের একক ও পরিমাণের (পুর্নসংখ্যায়) তথ্য কোড-৯ (সংশোধিত) অনুযায়ী আমদানি-রপ্তানি সংক্রান্ত সব সিডিউলের হার্ডকপি বা সফটকপিতে রিপোর্ট করার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। আগামী বছরের জানুয়ারি থেকে এই নির্দেশনা অনুযায়ী রিপোর্ট করতে হবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যাণ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বিদেশি মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পাঠানো হয়। সঠিক টার্মস অব ট্রেড (টিওটি) সংকলনের প্রয়োজনে তথ্যের গুণগতমান উন্নয়নে সব অনুমোদিত ডিলারদেরকে বহিঃখাত লেনদেনের প্রতিবেদনের জন্য সংশোধিত কোড-৯ সংযুক্ত করে পাঠানো হয়েছে প্রজ্ঞাপনের সঙ্গে। এর আগে আমদানিকৃত পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য নিরূপণের ক্ষেত্রে পণ্যের পরিশোধিত বা পরিশোধযোগ্য মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি এমন প্যাকিংজনিত ব্যয়কে শুল্কায়নযোগ্য মূল্যের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারি করা নির্দেশনায় অস্পষ্টতা দেখা দেয়। ওই অসঙ্গতি দূর করতে গত ৭ নভেম্বর সংস্থাটির ব্যাখ্যা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।
×