ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তানিন অভিনীত চলচ্চিত্র অবশেষে মুক্তি পাচ্ছে

প্রকাশিত: ০৬:০৯, ১৩ নভেম্বর ২০১৭

তানিন অভিনীত চলচ্চিত্র অবশেষে মুক্তি পাচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ একাধিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সম্ভাবনাময় শিল্পী হিসেবে আলোচনায় এসেছেন তানিন সুবহা। সাংস্কৃতিক অঙ্গনে বিচরণের ধারাবাহিকতায় অচিরেই সাফল্যের মুখ দেখতে যাচ্ছেন তিনি। যদিও ক্যারিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন। তবে মুক্তি পায়নি একটিও। জানা গেছে আগামী ২২ ডিসেম্বর জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভাল থেকো’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। টাইগার মিডিয়ার এবং অভি কথাচিত্রের ‘ভাল থেকো’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক জাহিদ হাসান অভি। এ চলচ্চিত্রে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন তানিন। চলচ্চিত্রে চরিত্র ছোট হলেও গুরুত্ব কিন্ত কম নয়। এমনটাই মনে করেন তানিন। এ প্রসঙ্গে তানিন বলেন, জাকির হোসেন রাজু স্যারের সঙ্গে কাজ করা আমার জন্য স্বপ্নের ব্যাপার। এমন সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। মূলত অভিনয়ের সাহস ও অনুপ্রেরণা পেয়েছি স্যারের কাছ থেকেই। সবমিলিয়ে বিগ বাজেটের এই এই চলচ্চিত্রটি যাতে ব্যবসা সফল হয় এ জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা ও দোয়া চান তানিন। এদিকে তানিন অভিনীত মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে কামরুল কাজলের ‘অবাস্তব ভালবাসা’, মুকুল নেত্রবাদীর ‘দেমাগ’, জাভেদ জাহিদের ‘দুই রাজকন্যা’ প্রভৃতি। সবমিলিয়ে আগামী বছরটা তানিনের ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট। কারণ চলচ্চিত্র মুক্তি না পাওয়ায় অনেকটাই হতাশা ছিলেন তিনি। এই খরা কাটতে যাচ্ছে। পুরাতন চলচ্চিত্র ছাড়ায় তানিন এখন নিয়মিত শূটিং করছেন, গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’, ইমদাদুল হক খানের ‘মন নিয়ে লুকোচুরি’, মিজানুর রহমান শামীমের ‘বীর বাঙালী’, ‘দাদা গুরু দুর্গা’, মুকুল নেত্রবাদীর ‘রাজা রানীর গল্প’, মির্জা সাখাওয়াতের ‘স্বপ্ন যাত্রা’, রুবেল মাহমুদের ‘গল্পকার’সহ আরও কয়েকটি চলচ্চিত্র। অভিনয়ের পাশাপাশি কয়েকটি গানেও কণ্ঠ দিয়েছেন তানিন। তানিন বলেন, সাধারণ মানুষ ও বন্ধু বান্ধবের ভালবাসা ও সহযোগিতায় অভিনয় করি। তাদের ভালবাসা নিয়ে সারাজীবন অভিনয় করে যাব। সৃস্টিকর্তা যদি সুস্থ রাখে। এ জন্য সংশ্লিস্ট সবার কাছে দোয় চান তিনি।তানিনের জন্য শুভ কামনা।
×