ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোবাইল ইন্টারনেটের এখনও দাম বেশি স্পিড কম

প্রকাশিত: ০৩:৫৫, ২০ অক্টোবর ২০১৭

মোবাইল ইন্টারনেটের এখনও দাম বেশি স্পিড কম

অর্থনৈতিক রিপোর্টার ॥ পাঁচ বছরে দেশে মোবাইল ফোন ইন্টারনেটের গ্রাহক বেড়েছে ৭ কোটি ৯ লাখেরও বেশি। আর সিম ব্যবহারকারী বেড়েছে প্রায় সাড়ে চার কোটি। এই পরিবর্তন কাজের গতি বাড়ালেও এখনও দাম ও স্পিড নিয়ে রয়েছে গ্রাহকদের নানা অভিযোগ। যদিও মোবাইল ফোন অপারেটরদের দাবি, অনেক দেশের তুলনায় দাম কম। একবিংশ শতাব্দীর শুরুর দিকেও মানুষের কাছে মোবাইল ফোন ছিল আশ্চর্যের এক বিষয়। তবে সময়ের পরিক্রমায় এখন তা বেশিরভাগ মানুষেরই হাতের কাছে। আর এ সংখ্যা দিন দিনই বাড়ছে। শুধু মোবাইল ফোনে কথা বলা নয়; বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীরও সংখ্যাও। তথ্যপ্রযুক্তির এ আমূল পরিবর্তন সহজ করে দিয়েছে মানুষের জীবনযাপনকে। বলা যায়, হাতের মুঠোয় পুরো পৃথিবী। তথ্যপ্রযুক্তির এই ব্যাপ্তি বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে ছড়িয়ে গেলেও তরুণ-তরুণীদের মাঝেই এর ব্যবহার বেশি। বিটিআরসির সর্বশেষ তথ্যমতে, দেশে এখন মোবাইল সিমের গ্রাহক প্রায় ১৪ কোটি। অর্থাৎ ৫ বছরে বেড়েছে প্রায় সাড়ে চার কোটি গ্রাহক। আর গেল আগস্টেই বেড়েছে প্রায় ১৯ লাখের বেশি। এদিকে দেশে এখন মোট ইন্টারনেটের গ্রাহক প্রায় ৭ কোটি ৭০ লাখ, যার মধ্যে মোবাইল সিমের ইন্টারনেটের গ্রাহক ৭ কোটি ১০ লাখ।
×