ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২ থেকে ৮ অক্টোবর বিশ্ব বিনিয়োগ সপ্তাহ উৎযাপিত হবে

প্রকাশিত: ০০:১৯, ২৪ সেপ্টেম্বর ২০১৭

২ থেকে ৮ অক্টোবর বিশ্ব বিনিয়োগ সপ্তাহ উৎযাপিত হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ব বিনিয়োগ সপ্তাহ ও বিনিয়োগ শিক্ষা মেলা উৎযাপন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের সংগঠন ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অফ সিকিউরিটিজস কমিশনে (আইওএসসিও) উদ্যোগে আগামী ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ লক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর বিএসইসির প্রধান কার্যালয়ে (শেরে বাংলা নগর, আগারগাঁও) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। রবিবার বিএসইসির নির্বাহী পরিচালক মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনিয়োগকারীদের সচেতন করে তোলার জন্যই এ কার্যক্রম গ্রহণ করেছে বিএসইসি। মূলত, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ, ২০১৭ এর মূল উদ্দেশ্য হলো বিনিয়োগ শিক্ষা সম্পর্কিত তথ্য/ উপাত্ত বিনিয়োগকারীদের নিকট প্রচার ও অভিহিতকরণের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতন করা ও সুরক্ষা নিশ্চিত করা। জানা যায়, এবারই প্রথমবারের মতো বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ঘোষণা করে বিশ্বব্যাপী তা পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহটির উদ্ধোধনী অনুষ্ঠান আগামী ২ অক্টোবর ২০১৭ তারিখে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগীচায় অনুষ্ঠিত হবে। আর এটি উদ্ধোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
×