ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভ্যাট আদায়ে এলটিইউর প্রবৃদ্ধি ২১.৫৯ শতাংশ

প্রকাশিত: ২২:৩৬, ১৭ আগস্ট ২০১৭

ভ্যাট আদায়ে এলটিইউর প্রবৃদ্ধি ২১.৫৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার॥ বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) গত অর্থবছর মূল্য সংযোজন কর আদায়ে ২১ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। যা এলটিইউ এর ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি। এলটিইউ এর বেশ কিছু সীমাবদ্ধতা থাকলেও সবার সহযোগিতায় এ ভ্যাট আহরণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এলটিইউ এর কমিশনার মতিউর রহমান। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এলটিইউ এর সম্মেলন কক্ষে ২০১৬-১৭ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন, গণমাধ্যম কর্মীদের সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কমিশনার বলেন, ২০১৫-১৬ অর্থবছর এলটিইউ ৩০ হাজার ৪১৭ কোটি ২১ লাখ টাকার ভ্যাট আদায় করে। ২০১৬-১৭ অর্থবছর ৩৬ হাজার ১৭৩ কোটি টাকার ভ্যাট আদায় করে। গত অর্থবছর এলটিইউ লক্ষ্যমাত্রার চেয়ে ৭৯৯ কোটি টাকা বেশি আদায় করে। আর প্রবৃদ্ধি হয় ২১.৫৯ শতাংশ। যা এলটিইউ এর ইতিহাসে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন। কমিশনার বলেন, ‘দুনীর্তি না, সেবাকে হ্যাঁ’ এটি এলটিইউ এর স্লোগান। আমরা মুখের কথায় নয়, কাজে বিশ্বাসী। করদাতাদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে তা প্রমাণ করবো।
×