ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গত অর্থবছরে ২১ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ

প্রকাশিত: ০৩:১৬, ২০ জুলাই ২০১৭

গত অর্থবছরে ২১ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সদ্য বিদায়ী অর্থবছরে কৃষি ও পল্লী খাতে লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। গত অর্থবছরে ব্যাংকগুলোর ১৭ হাজার ৫৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ২০ হাজার ৯৯৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। মোট লক্ষ্যমাত্রার তুলনায় ১৯ দশমিক ৬৪ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বছরের শুরুতে কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নিজেরা ঠিক করে বাংলাদেশ ব্যাংকে পাঠায় বাণিজ্যিক ব্যাংকগুলো। স্বঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা ব্যাংকগুলোর জন্য বাধ্যতামূলক। কেউ লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হলে অনর্জিত লক্ষ্যমাত্রা সমপরিমাণ অর্থ বিনা সুদে এক বছরের জন্য জমা রাখে বাংলাদেশ ব্যাংক। অধিকাংশ ব্যাংক লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ঋণ বিতরণ করায় গত বছর সামগ্রিক লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ঋণ বিতরণ হয়েছে। সূত্র জানায়, গত ২০১৫-১৬ অর্থবছরের ১৬ হাজার ৪০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা বিপরীত ব্যাংকগুলো কৃষি খাতে ১৭ হাজার ৬৪৬ কোটি টাকা ঋণ বিতরণ করে। আগের অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় ৭ শতাংশ বেশি ঋণ বিতরণ হয়। আগের অর্থবছরের তুলনায় কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে ১৯ শতাংশ। এদিকে বর্গাচাষীদের জন্য গঠিত বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ৫৬২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে নির্ধারিত এনজিওগুলো। এছাড়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কৃষি খাতে ৮৬৬ কোটি টাকা ঋণ দিয়েছে। সব মিলিয়ে গত অর্থবছরে কৃষক ও পল্লী অঞ্চলের মানুষেরা ২২ হাজার ৪২৭ কোটি টাকা ঋণ পেয়েছেন।
×