ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন ফিচার নিয়ে এলো টুইটার

প্রকাশিত: ১৮:৪৭, ১১ জুলাই ২০১৭

নতুন ফিচার নিয়ে এলো টুইটার

অনলাইন ডেস্ক ॥ নতুন উন্নত ফিল্টার ঘোষণা করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এর মাধ্যমে এখন থেকে আপনাকে অনুসরণ করে না এমন অ্যাকাউন্ট থেকে আসা নোটিফিকেশন মিউট করে রাখতে পারবেন আপনি। এ ব্যাপারে টুইটার বলছে, এই সুবিধা আনফলো করা ব্যবহারকারীরা যাতে অন্য অ্যাকাউন্টে সবসময় নজর রাখা এবং হয়রানি বন্ধ করবে। টুইটারের ওয়েব ব্রাউজার সংস্করণে এই ফিল্টার সেট করতে নোটিফিকেশন অপশনে গিয়ে সেটিংস এ ক্লিক করতে হবে। এবার আপনার পছন্দসই ফিল্টার বক্স চেক করুন। আইওএস এবং অ্যান্ড্রয়েডে এই অ্যাডভান্স ফিল্টার গিয়ার আইকনের নিচে নোটিফিকেশন টাইমলাইনে পাওয়া যাবে। এছাড়া ব্যবহারকারীরা নোটিফিকেশনে নিম্ন মানের কনটেন্টও মিউট করতে পারবে। সূত্র: দ্য ভার্জ, রয়টার্স
×