ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ২৩:৫১, ২৯ মে ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এর ফলে টানা দ্বিতীয় দিনের মত পতনে বিরাজ করছে বাজার। এইদিন শুরুতে উত্থান থাকলেও ২০ মিনিট পর শেয়ার বিক্রির চাপে সূচক কমতে থাকে। শেষ দিকে একবার ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা টেকেনি। সোমবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪২ কোটি টাকা। দিনটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত আট মাসের সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিলো ৩১৪ কোটি ৯২ লাখ ১৪ হাজার টাকা। এ প্রসঙ্গে একাধিক মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, ভ্যাট হার ১৫% অব্যহত রাখা এবং আমানতে আবগারি শুল্ক আরোপ করায় ব্যবসায়ীদের মধ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। অর্থনীতিবিদরা বলছেন প্রতিক্রিয়া দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। আর এর ফলে সব শ্রেণীর বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়ে নিষ্ক্রিয় রয়েছেন। তবে কেউ কেউ বলছেন, আগামীতে সঞ্চয়পত্রের সুদের হার আরও কমে যাবে এমন আশঙ্কায় অনেকেই তাড়াহুড়ো করে সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন, ফলে বাজারে নতুন টাকা প্রবাহ কমেছে। সকালে কিছুটা উর্ধগতি থাকলেও দিনশেষে ডিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৯৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৩৪২ কোটি ১ লাখ ৩৫ হাজার টাকা। যা গত ৮ মাসের সর্বনিম্ন। এর আগে রবিবার ডিএসইর সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৩৭২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ২৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৯৯৪ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৩৬৩ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকা। সে হিসেবেই সোমবারে ডিএসইতে লেনদেন কমেছে ২১ কোটি ৪০ লাখ ৩১ হাজার টাকা। এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৪৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪২টির। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৫০ কোটি ৭৬ লাখ ৩১ হাজার টাকা।
×