ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএফটিআই’র সক্ষমতা আরও বাড়াতে হবে: তোফায়েল আহমেদ

প্রকাশিত: ০২:৪২, ২৫ মে ২০১৭

বিএফটিআই’র সক্ষমতা আরও বাড়াতে হবে: তোফায়েল আহমেদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈদেশিক বাণিজ্য বাড়াতে বিএফটিআই’র সক্ষমতা আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, একসময় বিএফটিআই সচ্ছল না থাকলেও এখন লাভজনক প্রতিষ্ঠান হয়ে উঠেছে। দেশের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে বিএফটিআই’র অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলছে। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্ররণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত বিগত তিন বছরের বার্ষিক সাধারণ সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, রফতানি বাড়াতে উদ্যোক্তাদের সহযোগিতা বাড়াতে হবে। আর ব্যবসায়ীদের জন্য বিএফটিআই-এর সেবা নিশ্চিত করতে হবে। বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত ব্যবসায়ীরা এ ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতার সাথে বাণিজ্যি কার্যক্রম পরিচালনা করছে। আগামী দিনগুলোতে বৈদেশীক বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে, এ জন্য ব্যবসায়ীদের সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য বিএফটিআই সবধরনের সহায়ততা প্রদান করবে। তিনি বলেন, প্রতিষ্ঠানটি সফলতার সাথে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান, সেমিনারের মধ্যে বৈদেশিক বাণিজ্য সম্পর্কে ধারনা প্রদান করে যাচ্ছে। দেশের সেবা খাতে রফতানি বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া আংটাড, আইটিসি এবং ইউএনস্ক্যাপ এর বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নে সফলতার সাথে সহযোহিতা দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা যাতে এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সেবা পেতে পারে, তা নিশ্চিত করতে হবে। সভায় বিএফটিআই-এর পরিচালক অমিতাভ চক্রবর্তী বিগত ৬ মাসে অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রমের বিবরন উপস্থাপন করেন। এছাড়া সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ( সিনিয়র সচিব) মুশফেকা ইকফাত, রফতানি উন্নয়ন ব্যুরোর ভারপ্রাপ্ত ভাইস-চেয়ারম্যান অভিজিৎ চৌধুরী, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, বিসিআই’র প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
×