ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কানে ঝলমলে মল্লিকা

প্রকাশিত: ০৫:২২, ২২ মে ২০১৭

কানে ঝলমলে মল্লিকা

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের মহারথীদের মিলনমেলার অন্যতম আয়োজন কান চলচ্চিত্র উৎসব। এবারে উৎসবের ৭০তম আসর বসেছে। ফ্রান্সের দক্ষিণ সমুদ্র তীরবর্তী শহর কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরেই বুধবার উৎসবের এবারের আসরে পর্দা ওঠে। এবারের জমকালো আসরকে ঘিরে ইতোমধ্যে ফ্রান্সে হাজির হয়েছেন হলিউড ও বলিউডসহ বিশ্বের নামীদামী সব তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছে কান। এদিকে বলিউডের তারকাদের মধ্যে প্রতিবারের মতো এবারেও লাল গালিচায় হেঁটেছেন মল্লিকা শেরাওয়াত। উৎসবের উদ্বোধনী দিনেই লাল গালিচায় হাজির হয়েছিলেন তিনি। ফরাসী চলচ্চিত্র ‘ইমানুয়েলস গেস্ট’ দেখতে এসেছিলেন বলিউডের এই অভিনেত্রী। ডিজাইনার জিওর্জেস হোবেইকার সাজানো গাউন ও মেসিকা জোয়াইয়েরির বানানো হার পরে কানের লাল গালিচায় পা মাড়িয়েছেন মল্লিকা। তবে চমকপ্রদ ব্যাপার হলো গত বছরও একই ডিজাইনারের পোশাক বেছে নিয়েছিলেন ‘মার্ডার’ খ্যাত এই তারকা। কানের লাল গালিচায় হাঁটা প্রসঙ্গে টুইটারে মল্লিকা জানান, নিজেকে রানীর মতো লাগছে। এছাড়া মানানসই পোশাক তৈরিতে সহায়তার জন্য ডিজাইনারদের ধন্যবাদ জানান তিনি। ১২ বছর আগে ‘মিথ’ চলচ্চিত্র প্রচারের কাজে কানে এসেছিলেন মল্লিকা। সে সময় তার সঙ্গে ছিলেন মার্শাল তারকা জ্যাকি চ্যান। এরপর থেকে নিয়মিত সাগরপাড়ের শহরটিতে আসছেন তিনি। এবারের কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মোট ১৯টি চলচ্চিত্র। এবারের আসরের বিচারক অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন, ‘এক্স-ম্যান’ তারকা ফ্যান বিংবিং, ইতালিয়ান নির্মাতা পাওলো সোরেন্তিয়ানো, ফরাসী অভিনেত্রী-গায়িকা এ্যাগনেস জাউই, জার্মান নারী নির্মাতা ম্যারেন আদে, দক্ষিণ কোরীয় চলচ্চিত্রকার পার্ক চ্যান-উক এবং দ্য ইংলিশ প্যাপশেন্ট চলচ্চিত্রের জন্য অস্কার জয়ী ফরাসী সঙ্গীত পরিচালক গ্যাব্রিয়েল ইয়ারেদ। এসব বিচারকদের সিদ্ধান্তে চূড়ান্ত হবে উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জয়ী চলচ্চিত্র। আনসার্টেন রিগার্ড বিভাগে এবার নির্বাচিত হয়েছে মোট ১৭টি চলচ্চিত্র। এ বিভাগের জুরি বোর্ড়ের সভাপতি উমা থ্যারম্যান। এবারের এ বিভাগে দেখানো হবে ১২টি চলচ্চিত্র। শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ সিনেফন্ডেশন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের মূল বিচারক রোমানিয়ান নির্মাতা ক্রিস্টিয়ান মুঙ্গিউ। ক্যামেরা বিভাগে বিচারকদের সভাপতি ফরাসী অভিনেত্রী সনদ্রিন কিবারলিয়েন। তাদের প্রত্যেকের নেতৃত্বে পৃথকভাবে বিচারকদের দায়িত্ব পালন করবেন কয়েকজন খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্ব। কান চলচ্চিত্র উৎসব বরাবরই তারকাখচিত। ১৭ মে থেকে শুরু হওয়া উৎসবের সমাপনী হবে আগামী ২৮ মে। ওইদিন জানা যাবে স্বর্ণপাম জয়ী চলচ্চিত্রের নাম।
×