ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৌরভের ‘দাদাগিরি’ শুরু জুনে

প্রকাশিত: ১৯:২২, ২১ মে ২০১৭

সৌরভের ‘দাদাগিরি’ শুরু জুনে

অনলাইন ডেস্ক ॥ ‘দাদাগিরি’ নিয়ে ফিরছেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। সম্প্রতি এই নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। সেখানে সৌরভ জানান, শিগগিরই তিনি দাদাগিরি নিয়ে ফিরছেন। কলকাতার বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং সম্রাট ঘোষ জানান, আগামী মাসেই শুরু হতে চলেছে নন-ফিকশন শো ‘দাদাগিরি’র নতুন সিজন। অনুষ্ঠানটি প্রচার হবে জি বাংলায়। এবারের সিজনে যাতে আরও বেশি মানুষ খেলায় অংশ নিতে পারেন, সেদিকে নজর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মোট ২৩টি জেলার প্রতিযোগীরা অংশ নিতে পারবেন শো’এ। এছা়ড়াও ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও আসবেন প্রতিযোগীরা। এবারের ‘দাদাগিরি’তে মোট ৬৯টি পর্ব থাকবে। চার-পাঁচটি পর্বের শুটিং ইতিমধ্যে হয়েও গিয়েছে। প্রতিযোগী নির্বাচন প্রক্রিয়াতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই সিজনে প্রাথমিক নির্বাচনের প্রক্রিয়াটাও তুলে দেওয়া হচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘অনেক দূর থেকে মানুষ আসতেন। কিন্তু সিলেকশন প্রক্রিয়ার কারণে তাদের খেলায় অংশ নেওয়া হতো না। তারা বেজার মুখে ফিরে যেতেন। খারাপ লাগত! এবার থেকে সিলেকশন প্রক্রিয়াটাই আমরা তুলে দিয়েছি।’ খোদ সৌরভের মনেও ‘দাদাগিরি’ নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে। কেন? এ নিয়ে সৌরভ বলেন, ‘এই শোয়ের প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আলাপ হয়। এটাই সবচেয়ে বড় পাওনা।’
×