ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চের অপেক্ষায় এনরিকে

প্রকাশিত: ১৯:১০, ২১ মে ২০১৭

রোমাঞ্চের অপেক্ষায় এনরিকে

অনলাইন ডেস্ক ॥ স্প্যানিশ লা লিগার শিরোপা এক প্রকার নিশ্চিতই করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। তবে এতে মোটেও হতাশ নন কাতালান ক্লাব বার্সেলোনার কোচ লুইস এনরিকে। একেবারে শেষ মুহূর্তেও নাটকীয় কিছুর স্বপ্ন দেখছেন তিনি। আজ রবিবার লিগের শেষ দিন নির্ধারণ হবে শিরোপা। এদিন ন্যু ক্যাম্পে বার্সেলোনা খেলবে এইবারের সঙ্গে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল খেলতে যাবে মালাগার মাঠে। শিরোপাটি ধরে রাখতে হলে এইবারের বিপক্ষে বার্সেলোনাকে জিতলেই হবে না। অপেক্ষা করতে হবে মালাগার বিপক্ষে যেন রিয়াল হেরে বসে। তবে এটা মোটেও সহজ সমীকরণ নয়। ৩৭ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে জিনেদিন জিদানের দল। এমন কঠিন হিসাবের সামনে দাঁড়িয়েও লিগ শিরোপার আশা ছাড়তে নারাজ বার্সেলোনার দায়িত্ব ছাড়ার দ্বারপ্রান্তে থাকা এনরিকে। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ হতে যাওয়া এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত। এই কয় বছরে বার্সেলোনা আমাকে যা দিয়েছে এর সব কিছুর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘এখন আমাদের একমাত্র লক্ষ্য (এইবারের বিপক্ষে) জেতা এবং তিনটি পয়েন্ট পাওয়া। যদি এটা যথেষ্ট না হয়, তখন আমরা মাদ্রিদকে অভিনন্দন জানাবো।’ নাটকীয় কিছুর আশায় থাকা বার্সেলোনা কোচ বলেন, ‘ব্যাপারগুলো আমাদের নিজেদের হাতে নেই। কিন্তু শিরোপার জন্য আমরা একেবারে শেষ পর্যন্তই লড়ে যাচ্ছি।’ বার্সেলোনার হয়ে লা লিগায় এটাই হবে এনরিকের শেষ ম্যাচ।
×