ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতের একাধিক অনুষ্ঠানে বহ্নিশিখা

প্রকাশিত: ০৫:৪৪, ১০ অক্টোবর ২০১৫

ভারতের একাধিক অনুষ্ঠানে বহ্নিশিখা

স্টাফ রিপোর্টার ॥ বিদেশের মাটিতে সঙ্গীত পরিবেশন করে প্রশংসিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা। সম্প্রতি ভারতের অসম বিশ্ববিদ্যালয় এবং শিলচর সঙ্গীত বিদ্যালয়ের আমন্ত্রণে সপ্তাহব্যাপী সফরে যায় এ সংগঠনটি। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের নেতৃত্বে ১৪ সদস্যের এ দল সেখানে দুটি অনুষ্ঠানে অংশ নেয়। সংগঠনের নেতৃত্ব দানকারী গোলাম কুদ্দুছ দেশে ফিরে জনকণ্ঠকে জানান, বহ্নিশিখা ভারতীয় হাইকমিশনের ব্যবস্থাপনায় সরকারী অতিথি হিসেবে সেখানে যায়। গত ২ অক্টোবর অসমের প্লাটিনাম জুবিলী অনুষ্ঠানে আমি এবং কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা প্রদীপ জ্বালিয়ে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করি। আবিদা রহমান সেতুর নেতৃত্বে বহ্নিশিখা দেশবন্ধনা, ভাষার গান, মুক্তিযুদ্ধের গান, গণসঙ্গীত এবং লোকসঙ্গীত মিলে ১০টি দলীয় এবং ২টি একক সঙ্গীত পরিবেশন করে। উৎসবের দ্বিতীয় দিন ভারতের বিশিষ্ট শিল্পী হৈমন্তী শুক্লা, কালিকা প্রসাদ এবং পার্বতী বাউল সঙ্গীত পরিবেশন করেন। ৫ অক্টোবর অসম বিশ্বদ্যিালয়ের আমন্ত্রণে বহ্নিশিখার সদস্যরা এক সেমিনারে অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবং ডাকসুর সাবেক ভারপ্রাপ্ত ভিপি হিসেবে সেখানের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে সম্মানিত অতিথি করা হয়। প্রথম দিনের সেমিনারের শেষে বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে বহ্নিশিখার শিল্পীরা দলীয় ও একক মিলিয়ে ১২টি গান পরিবেশন করেন। অসম সফরকারী বহ্নিশিখা দলের অন্য সদস্যরা হলেন-আবিদা রহমান সেতু, উর্মী হালদার, সালাউদ্দিন সোহাগ, আমিনুল ইসলাম খোকন, শিমুল সাহা, ফারজানা ওয়ালী, আসিফ ইকবাল সৌরভ, অমিতেশ দাস, তাহামিনা আমিন তানিয়া, সুনায়না সিদ্দিক, তুলশী সাহা, তারেক আলী মিলন ও খোরশেদ আহম্মেদ।
×