ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের চার উইকেট নিলো বাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৪, ১৪ ডিসেম্বর ২০২২

ভারতের চার উইকেট নিলো বাংলাদেশ

ব্যাটিংয়ে চেতেশ্বর পূজারা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথম দিনের তৃতীয় শেষে ৬০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করেছে ভারত।  

দিনের প্রথম ঘণ্টার শেষদিকে গিলকে ফেরান তাইজুল। ইনিংসের ১৪তম ওভারে দ্বিতীয় বলে লেগ স্টাম্পে ফুল লেন্থে করেন তাইজুল। প্যাডল সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে যায় গিলের। প্রথম স্লিপে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বি সহজ ক্যাচ নেন লেগ স্লিপ পজিশনে গিয়ে। ৩ চারে ৪০ বলে ২০ রান করেন গিল।  

বোল্ড আউট হয়ে হতাশায় মাঠ ছাড়েন রাহুল। ৩ চারে ৫৪ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন তিনি।  ঋষভ পান্থের ব্যাট থেকে আসে ৪৬ রান।

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দলনেতা লোকেশ রাহুল। বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসানও জানান যে, টস জিতলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। এদিকে ভারতের ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছে জাকির হোসেনের। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার তিনি।

একাদশে নেই মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে দলে না থাকা মুমিনুল হকও নেই। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে আছেন দুই পেসার। ভারতের মতো বাংলাদেশও নামছে তিনজন স্পিনারকে নিয়ে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×