ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

২৭তম প্রশিক্ষণ কোর্সের সনদ পেলেন ২২ রেফারি ও কোচ

প্রকাশিত: ২২:০২, ৬ নভেম্বর ২০২২

২৭তম প্রশিক্ষণ কোর্সের সনদ পেলেন ২২ রেফারি ও কোচ

প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ২৭তম রাগবি রেফারিজ ও কোচ প্রশিক্ষণ কোর্স বান্দরবা জেলার অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন স্কুলের ক্রীড়াশিক্ষকসহ ২২ প্রশিক্ষণার্থীদের নিয়ে কোর্সটি শুরু হয়েছিল।
এই কোর্সটির প্রশিক্ষণ শেষে সব প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রধান করেন বান্দরবানের জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকি। প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবি। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফিজুর রহমান ভুঁইয়া। 

কোর্সটির প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের কোচ রেদওয়ানুল খায়ের রাহাত (ডেভেলেপমেন্ট ম্যানেজার, রাগবি ফেডারেশন)।
কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।
 

রুমেল

×