ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেনজেমা-কোর্তুয়া আর ডি ব্রুইনের লড়াই

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৪, ১৪ আগস্ট ২০২২

বেনজেমা-কোর্তুয়া আর ডি ব্রুইনের লড়াই

করিম বেনজেমা

২০২১-২২ মৌসুমে উয়েফার বর্ষসেরা নির্বাচনের জন্য সেরা তিনজনের নাম ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফাযেখানে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকেই জায়গা করে নিয়েছেন দুজনতারা হলেন করিম বেনজেমা এবং থিবাউ কুর্তোয়াএছাড়া সেমিফাইনালিস্ট ম্যানচেষ্টার সিটি থেকে নির্বাচিত হয়েছেন বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনশুক্রবার এই তালিকা প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাআগামী ২৫ আগস্ট চ্যাম্পিয়ন্স লীগের ২০২২-২৩ মৌসুমের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম

গত মৌসুমে শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত বারবার প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়ালশেষ পর্যন্ত ফাইনালে লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪তম শিরোপা ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরাশিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান ছিল ফরাসী তারকা করিম বেনজেমারযার হাতে এবারের ব্যালন ডিঅর শিরোপা দেখছেন অনেকেমাদ্রিদের ক্লাবটিতে নিজের পঞ্চম ইউরোপ সেরা ট্রফি জিততে তিনি গোল করেন আসরের সর্বোচ্চ ১৫টিএর মধ্যে দুটি হ্যাটট্রিকসহ ১০টি গোল নকআউট পর্বে

বেনজেমার পাশাপাশি গোলবারের নিচে থিবাউ কুর্তোয়া ছিলেন চীনের প্রাচীরের মতোতার কারণেই রিয়াল মাদ্রিদ সব প্রতিযোগিতায় অনেক বড় সুবিধা পেয়েছেচ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে অবিশ্বাস্য পারফরম্যান্সে ফলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন কুর্তোয়ালিভারপুলের সাদিও মানে, মোহাম্মদ সালাহদের একের পর এক সব প্রচেষ্টা ব্যর্থ করে দেন রিয়ালের এই বেলজিয়ান গোলরক্ষক

অন্যদিকে এবার নিয়ে মোট তিনবার বর্ষসেরা লড়াইয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনম্যানসিটিকে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল এবং লীগ শিরোপা জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল তারম্যানচেস্টারের ক্লাবটিতে সাত মৌসুমের মধ্যে যা তার চতুর্থ লীগ শিরোপাঅসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে গত মৌসুমে প্রিমিয়ার লীগের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন বেলজিয়ামের এই মিডফিল্ডার

×